আজ তমলুকে সুব্রত বক্সী

তমলুক লোকসভা উপ-নির্বাচনে প্রার্থী পদের জন্য আগামী ২৮ অক্টোবর মনোনয়নপত্র জমা দেবেন বামফ্রন্ট মন্দিরা পন্ডা। উপ-নির্বাচনে প্রার্থী পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হচ্ছে ২৬ অক্টোবর থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৬ ০০:০০
Share:

তমলুক লোকসভা উপ-নির্বাচনে প্রার্থী পদের জন্য আগামী ২৮ অক্টোবর মনোনয়নপত্র জমা দেবেন বামফ্রন্ট মন্দিরা পন্ডা। উপ-নির্বাচনে প্রার্থী পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হচ্ছে ২৬ অক্টোবর থেকে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। মন্দিরাদেবী ইতিমধ্যে নির্বাচনী প্রচার শুরু করেছেন। নির্বাচনী প্রচারে আগামী ৩১ অক্টোবর জেলায় আসছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

Advertisement

তমলুক লোকসভায় রাজ্যের শাসকদল তৃণমূলের প্রার্থী পদে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হয়েছে। দিব্যেন্দুবাবুও শুরু করেছেন। দিব্যেন্দুবাবুর সমর্থনে আজ, বুধবার তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধ প্রাঙ্গণে নির্বাচনী কর্মিসভা হচ্ছে। উপস্থিত থাকছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী প্রমুখ ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement