বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ। নিজস্ব চিত্র
পরীক্ষা বাতিলের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন বিএড-এর পরীক্ষার্থীরা। সোমবার এই বিক্ষোভ হয়।
বিএডের চতুর্থ সেমেস্টারের দু’টি পেপারের পরীক্ষা বাতিল হয়েছে। ‘ক্রিয়েটিং অ্যান্ড ইনক্লুসিভ স্কুল’- নামে একটি পেপারের পরীক্ষা হয়েছিল গত বুধবার। ‘যোগা এডুকেশন’- নামে আর একটি পেপারের পরীক্ষা হয়েছিল গত বৃহস্পতিবার।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আগামী ৬ জুলাই এই দু’টি পেপারের পরীক্ষা হবে। সেই মতো বিজ্ঞপ্তিও দিয়েছে বিশ্ববিদ্যালয়। ‘প্রশ্নপত্র ফাঁসের’ জেরেই এই পরীক্ষা বাতিল বলে এক সূত্রে খবর। বিশ্ববিদ্যালয় অবশ্য জানিয়েছে, অনিবার্য কারণবশত পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষা বাতিলের প্রতিবাদে এ দিন বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হন পরীক্ষার্থীরা।
সোমবার দিনভর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ চলে। বিএডের চতুর্থ সেমেস্টারের ক্ষুব্ধ এক ছাত্রীর বক্তব্য, “কিছু হয়ে থাকলে তার দায় বিশ্ববিদ্যালয়ের। পরীক্ষার্থীদের নয়। আর সবথেকে বড় কথা হল বিশ্ববিদ্যালয় যেহেতু প্রশ্ন ফাঁস বন্ধ করতে পারছে না, তাই আবার পরীক্ষা নেওয়া হলে আবার যে সেই প্রশ্ন ফাঁস হবে না, সেই গ্যারান্টিটুকু কে দেবে?” নতুন করে দুই পেপারের পরীক্ষার বিজ্ঞপ্তি বাতিলের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। ওই বিজ্ঞপ্তি বাতিল হবে না বলে জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়। বিক্ষোভে কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েন।