পুরসভার গেটের সামনে অবস্থান বিক্ষোভ
মেদিনীপুর পুরসভার পাশাপাশি চন্দ্রকোনা ১ নং ব্লকের ক্ষীরপাই পৌরসভায় অস্থায়ী কর্মীদের বিক্ষোভ শুরু হয়েছে। মেদিনীপুর পুরসভায় ৭ দিন ধরে চলছে সাফাই কর্মীদের ধর্মঘট। মূলত বেতন বৃদ্ধির দাবিতেই এই আন্দোলন।
বৃহস্পতিবার চন্দ্রকোনা ১ নং ব্লকের ক্ষীরপাই পৌরসভায় অস্থায়ী কর্মীদের ইপিএফ-এ অন্তর্ভুক্তির দাবিতে পুরসভার গেটের সামনে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন ৪২ জন অস্থায়ী কর্মী। ক্ষীরপাই পুরসভার সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। তাঁদের দাবি, বার বার কর্তৃপক্ষকে জানিয়েও ইপিএফ সংক্রান্ত বিষয়ে কোনও গুরুত্ব দেওয়া হয়নি। বাধ্য হয়ে তাই তাঁরা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। যদিও এ দিন বিক্ষোভ শুরু হওয়ার কিছু পরে পুর কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের জানান, দ্রুত তাঁদের সমস্যার সমাধান করে দেওয়া হবে। কর্তৃপক্ষের সেই আশ্বাসে অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।