নির্মাণ সামগ্রী লুঠ করতে এসে ধরা পড়ল সাত দুষ্কৃতী। রবিবার রাতে দুর্গাচকের ঝিকুরখালি থেকে তাদের গ্রেফতার করেছে দুর্গাচক থানার পুলিশ। উদ্ধার হয়েছে ভোজালি, লোহার রড, লোহা কাটা ব্লেড ও একটি মিনিট্রাক। ধৃত শেখ সাদ্দাম, কার্তিক পাত্র, শেখ বুলু, শেখ সেকেন্দার, সুরেশ মণ্ডল, শেখ সুরোজ ও শেখ মুসলেম—প্রত্যেকেরই বয়স ১৯ থেকে ২৫ বছর। এদের বাড়ি মহিষাদল ও পাঁশকুড়া থানা এলাকায়। সোমবার ধৃতদের হলদিয়া মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্গাচকের ঝিকুরখালিতে পিচ রাস্তার সংস্কার কাজ চলছে। সেখানে রাস্তার ধারে বিটুমিনের ব্যারেল রেখেছে ঠিকাদার সংস্থা। রবিবার গভীর রাতে দুষ্কৃতীরা একটি মিনিট্রাক নিয়ে সেখানে হানা দেয়। ওই ঠিকাদার সংস্থার এক কর্মীকে মারধর করে বিটুমিনের ব্যারেল মিনিট্রাকে তোলার চেষ্টা করছিল। সে সময় স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাদের ঘিরে ফেলে পুলিশকে খবর দেয়।
ডাকাতির উদ্দেশে রবিবার রাতে ওই যুবকরা চৈতন্যপুরের কাছে একটি জায়গায় জড়ো হয়। তারপরে সেখান থেকে মিনিট্রাকে করে তারা ঝিকুরখালিতে আসে।