পথ দুর্ঘটনায় জখম ছাত্রের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে কেশপুরের মুগবসানে দীর্ঘক্ষণ পথ অবরোধ হল। অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। ২৪ এপ্রিল সকালে ক্ষীরপাই থেকে মেদিনীপুর ফিরছিলেন অতিরিক্ত জেলাশাসক (নির্বাচন) সুশান্ত চক্রবর্তী। মুগবসানের কাছে সুশান্তবাবুর গাড়ি শেখ হাসান নামে এক ছাত্রকে ধাক্কা মারে। তৃতীয় শ্রেণির ওই ছাত্রের বাড়ি হুগলির গোঘাট থাকার বর্মায়। ওই দিন সে মাসির বাড়িতে এসেছিল। দুর্ঘটনার পরে ওই বালককে প্রথমে মেদিনীপুর মেডিক্যাল, পরে কলকাতার হাসপাতালে পাঠানো হয়। পরিবারের লোকজন তাকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করান। দুর্ঘটনার পর স্থানীয়রা পথ অবরোধ করেন। মঙ্গলবার দুপুরে ফের অবরোধ হয়। পৌঁছন কেশপুরের বিডিও মহম্মদ জামিল আখতার। প্রশাসন অবশ্য জানিয়েছে, জখম ছাত্রের পরিবারকে দাবি মতো ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। তবে তার চিকিত্সার সব ব্যবস্থা করা হবে। মেদিনীপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিত্সার ব্যবস্থা করার আশ্বাস দিলে অবরোধ ওঠে।