পুরনোদের সম্মান দিন, বার্তা বক্সীর

তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতিও মানছেন, “উনি স্পষ্ট জানিয়েছেন, পুরনো কর্মীদের সম্মান দিতে হবে। সবাইকে নিয়ে কাজ করতে হবে। ভুলভ্রান্তি থেকে থাকলে আলোচনা করতে হবে।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৭ ০১:৫১
Share:

সুব্রত বক্সী। ছবি: সংগৃহীত

সম্প্রতি তৃণমূল ছেড়ে বেশ কয়েকজন গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। দলছুটদের দাবি, শাসকদলে তাঁরা সম্মান পাচ্ছিলেন না। এই পরিস্থিতিতে দলের পুরনো কর্মীদের যোগ্য সম্মান ও গুরুত্ব দেওয়ার নির্দেশ দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। কলকাতায় ডেকে পাঠিয়ে জেলা নেতৃত্বকে এই নির্দেশ দিয়েছেন সুব্রতবাবু। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতিও মানছেন, “উনি স্পষ্ট জানিয়েছেন, পুরনো কর্মীদের সম্মান দিতে হবে। সবাইকে নিয়ে কাজ করতে হবে। ভুলভ্রান্তি থেকে থাকলে আলোচনা করতে হবে।”

Advertisement

গড়বেতা, শালবনি, চন্দ্রকোনা ও কেশপুর— জেলার এই চারটি বিধানসভা এলাকার নেতৃত্বকে মঙ্গলবার কলকাতায় ডেকে পাঠিয়েছিলেন সুব্রতবাবু। অজিতবাবু মানছেন, “বিধানসভা এলাকার নেতৃত্বকে নিয়ে এমন বৈঠক এর আগে হয়নি।” তাঁর কথায়, “উনি কর্মীদের কথা শুনেছেন। প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে। নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে।”

জেলার যে সব এলাকায় বিজেপি বাড়তে শুরু করেছে, তারমধ্যে এই চারটি বিধানসভা এলাকা অন্যতম। দলের এক সূত্রের মতে, সমস্ত দিক খতিয়ে দেখেই এই চারটি বিধানসভা এলাকার নেতৃত্বকে কলকাতায় তলব করেছিলেন সুব্রতবাবু। দলের এক সূত্রে খবর, কর্মীদের সতর্ক করে সুব্রতবাবুর বার্তা, “সুযোগ-সন্ধানী মানুষদের দূরে রাখুন। দূরে থাকুন। কারণ, রাজনৈতিক পরিস্থিতি বদলাচ্ছে।” সুব্রতবাবু বলেন, “দলে অনেক মানুষ আছেন যাঁরা একটু সম্মান চান। পদ চান না। তাঁদের সম্মান দিতে হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement