Suvendu Adhikari

শুভেন্দুর সভার আগে হলদিয়া ছয়লাপ কুৎসা-পোস্টারে, বাদ গেলেন না মোদী-শাহও!

হলদিয়া নাগরিক কমিটির নামে ওই পোস্টার ফেলা হয়েছে। কোনও পোস্টারে লেখা, ‘পকেটমার শুভেন্দু অধিকারী দূর হঠাও’, আবার কোনওটায় লেখা, ‘ত্রিপল চোর গদ্দার অধিকারী হঠাও’।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

হলদিয়া শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ ২৩:৩৮
Share:

—নিজস্ব চিত্র।

লক্ষ্য— লোকসভা নির্বাচনের আগে দলের ক্ষমতা প্রদর্শন। শুক্রবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ার হেলিপ্যাড ময়দানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সভা করতে চলেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, প্রায় এক লক্ষ মানুষের জমায়েত হবে ওই সভায়। তার আগে বৃহস্পতিবার গোটা হলদিয়া শহর জুড়ে পোস্টার পড়ল শুভেন্দুর বিরুদ্ধে।

Advertisement

হলদিয়া নাগরিক কমিটির নামে ওই পোস্টার ফেলা হয়েছে। কোনও পোস্টারে লেখা, ‘পকেটমার শুভেন্দু অধিকারী দূর হঠাও’, আবার কোনওটায় লেখা, ‘ত্রিপল চোর গদ্দার অধিকারী হঠাও’। বাদ গেলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও!

বিজেপির অভিযোগ, শুভেন্দুর উত্থানে ভয় পেয়েছে তৃণমূল। এই ঘটনা তারই বহিঃপ্রকাশ। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তথা হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বলেন, ‘‘এক লক্ষ মানুষের জমায়েত হবে হলদিয়ায়। তাই এই সভা বানচাল করতে বিজেপির তোরণ ছিঁড়ে ফেলেছে তৃণমূল। এ বার কুৎসা পোস্টার। এলাকার মানুষ সবই দেখছেন। এ ধরনের পোস্টারকে বিজেপি গুরুত্ব দেয় না। মানুষই এর জবাব দেবে।’’ স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য দাবি করেছেন, এর সঙ্গে তাঁদের কোনও যোগ নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement