Maoist

Maoists: ‘কিষেণজি অমর রহে’, মাওবাদীদের নাম করে দেওয়া পোস্টার উদ্ধার সেই মানিকপাড়া থেকে

ঝাড়গ্রাম থানার মানিকপাড়ার বাজার সংলগ্ন এলাকায় ওই পোস্টার পাওয়া গিয়েছে। সাদা কাগজে লালকালিতে লেখা ওই পোস্টার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর ও ঝাড়গ্রাম শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ১৯:০১
Share:

মাওবাদীদের নাম করে পোস্টার। —নিজস্ব চিত্র।

মাওবাদীদের নাম করে দেওয়া পোসটার আবারও উদ্ধার হল ঝাড়গ্রামের মানিকপাড়া থেকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এর পিছনে কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, এক সময়ে ওই এলাকায় বহু মাওবাদী কার্যকলাপ ঘটেছিল। জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনাও ঘটেছিল মানিকপাড়ায়। ওই এলাকায় মাওবাদীদের নামে নতুন করে পোস্টার উদ্ধারের ঘটনায় স্বাভাবিক ভাবেই সিঁদুরে মেঘ দেখছেন অনেকে।
শনিবার ঝাড়গ্রাম থানার মানিকপাড়ার বাজার সংলগ্ন এলাকায় ওই পোস্টার পাওয়া গিয়েছে। সাদা কাগজে লালকালিতে ওই পোস্টারে লেখা, ‘কিষেণজি অমর রহে। এত দিন তৃণমূল খেলেছে জনগণের সাথে। এ বার মাওবাদী খেলবে তৃণমূলের নেতার সাথে।’ খবর পেয়ে ঘটনাস্থলে যায় মানিকপাড়া ফাঁড়ির পুলিশ। রাতের অন্ধকারে মাওবাদীদের নাম করে কেউ বা কারা ওই পোস্টার দিয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

এ নিয়ে ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এর পেছনে কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’’ এ নিয়ে বিজেপি-র জেলা সভাপতি তুফান মাহাতো বলেন, ‘‘আমরা সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাসী নই। পুলিশ তদন্ত করে দেখুক।’’ তৃণমূল নেতা তথা বিধায়ক দেবনাথ হাঁসদার বক্তব্য, ‘‘পোস্টার উদ্ধারের ঘটনায় তদন্ত করে দেখছে পুলিশ। কেউ বা কারা ওই পোস্টার দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। তৃণমূল এতে ভয় পায় না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement