ইতিহাস জানাবে ডাকটিকিট প্রদর্শনী

৩০ জানুয়ারি মোহনদাস কর্মচন্দ গাঁধীর প্রয়াণ দিবস। তাই এই প্রদর্শনীতে মোহনদাসের নানা বয়সের ছবি-সহ বিভিন্ন ঘটনার সূত্রধারী শতাধিক টিকিট থাকছে। দেশ স্বাধীন  হওয়ার আগে-পরের বহু পুরনো ডাকটিকিট ঠাঁই পাবে মহিলা কলেজের প্রদর্শনীতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৮ ০০:১৩
Share:

প্রস্তুতি: ডাকটিকিট গোছাতে ব্যস্ত প্রতাপবাবু। নিজস্ব চিত্র

দেশ-বিদেশের ডাকটিকিট থেকে জেনে ফেলা যায় অজানা ইতিহাস। ডাকটিকিট জমানোর শখও থাকে অনেকের। সে সব মাথায় রেখেই পুরনো দিনের ‘ডাকটিকিট প্রদর্শনী’-র আয়োজন করেছে মেদিনীপুরের গোপ কলেজ। কাল, সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত থাকবে এই প্রদর্শনী হবে। দেশ স্বাধীন হওয়ার আগে-পরের বহু পুরনো ডাকটিকিট ঠাঁই পাবে মহিলা কলেজের প্রদর্শনীতে।

Advertisement

৩০ জানুয়ারি মোহনদাস কর্মচন্দ গাঁধীর প্রয়াণ দিবস। তাই এই প্রদর্শনীতে মোহনদাসের নানা বয়সের ছবি-সহ বিভিন্ন ঘটনার সূত্রধারী শতাধিক টিকিট থাকছে। শহরের ডাক টিকিট সংগ্রাহক অবসরপ্রাপ্ত ডেপুটি পোস্টমাস্টার প্রতাপ চক্রবর্তীর সংগ্রহে থাকা প্রায় চারশো ডাকটিকিটও এই প্রদর্শনীতে থাকবে।

অতীতকে বাঙ্ময় করতে, ইতিহাসের প্রতি আকর্ষণ বাড়াতে গোপ কলেজের ইতিহাস বিভাগ প্রতি বছরই নানা আয়োজন করে। গত বছর পুরনো কয়েনের প্রদর্শনী হয়েছিল। কলেজের ইতিহাস বিভাগের প্রধান রিনা পাল বলেন, ‘‘আমরা প্রতি বছরই পুরনো দিনের ইতিহাসের কোনও না কোনও বিষয়ের উপর প্রদর্শনী করে থাকি। এতে ছাত্রীদের ইতিহাস পড়ার প্রতি আগ্রহ বাড়বে। ওরাও নানা জিনিস সংগ্রহে উৎসাহী হবে। কয়েক বছর পরে ছাত্রীদের সেই সংগ্রহ সম্ভাব থেকে অনেকেই ইতিহাস সম্পর্কে সমৃদ্ধ হবেন।’’

Advertisement

ডাক টিকিট সংগ্রাহক মেদিনীপুর শহরের দেশপ্রাণপল্লির বাসিন্দা প্রতাপ চক্রবর্তী জানান, এই প্রদর্শনীতে প্রায় ৪০০ রকমের ডাক টিকিট থাকবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ১৮৮৬ সালের থেকে শুরু করে ১৯৪৭ সালে স্বাধীনতার পরে প্রথম প্রকাশিত ডাক টিকিট থাকবে। ১৯৪৮ সালে প্রকাশিত স্বাধীনতার এক বছর পূর্তিতে প্রকাশিত দেড় টাকা, সাড়ে তিন টাকা, দশ টাকা ও বারো টাকার চারটি টিকিটের সিরিজ দেখা যাবে। ১৯৬৯ সালে মোহনদাসের জন্মের ১০০ বছর পূর্তিতে প্রকাশিত চার’টি সিরিজের টিকিট থাকবে। ১৯৭৯ সালে প্রকাশিত ‘ইন্টারন্যাশনাল ইয়ার অফ চাইল্ড’ উপলক্ষ্যে একটি শিশুর সঙ্গে মোহনদাসের ছবি দেওয়া ডাকটিকিটও থাকবে। ১৯৮৫ সালে জাতীয় কংগ্রেসের শতবর্ষ, ২০০৫ সালে লবণ সত্যাগ্রহ আন্দোলনের ৭৫ বছর পূর্তি, ২০০৭ সালে সত্যাগ্রহ আন্দোলনের শতবর্ষের মতো নানা ঐতিহাসিক ক্ষণে প্রকাশিত ডাকটিকিট প্রদর্শিত হবে।

শুধু ভারত নয়, ইংল্যান্ড, আমেরিকা, স্কটল্যান্ড, চিলির মতো দেশে মোহনদাসের ছবি-সহ প্রকাশিত ডাকটিকিট দেখা যাবে এই প্রদর্শনীতে। থাকবে পশু-পাখির ছবি দেওয়া ডাকটিকিট, মনীষী, খেলোয়াড়দের ছবি-সহ ডাকটিকিট। অতীত কালের পোস্টকার্ড, গ্রিটিংস কার্ড, স্পেশাল কভারও থাকবে এই প্রদর্শনীতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement