বর্ষার নামতে না নামতেই বেহাল রাস্তা। বড় গাড়ি চলাচল বন্ধ, পথ চলা দায় সাধারণ সাইকেল বা রিকশারও।
এগরা-১ ব্লকের সাহাড়া গ্রামপঞ্চায়েতের দু’টি রাস্তায় প্রতি বর্ষাতে একই ছবি। চাটলা-কসবাগোলা ও শীপুর-বুড়িগুমটি রাস্তা দু’টিতে যান চলাচল বিপর্যস্ত। ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে বাস ও ট্রেকার চলাচল। চাটলা গ্রামের গোবিন্দপ্রসাদ গিরি ও আনন্দমোহন পণ্ডা জানিয়েছেন, আট কিলোমিটার রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকেন। দীর্ঘদিন রাস্তাটি সংস্কার হয় না। কয়েকদিনের বৃষ্টিতেই রাস্তাটি ভেঙ্গেচুড়ে খানাখন্দে ভরে গিয়েছে। পথচলাও দুষ্কর।
সাহারা গ্রামপঞ্চায়েত সদস্য ও শীপুর সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক স্বপন দণ্ডপাট জানান, “বহুদিন ধরেই স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছেন এগরা-১ পঞ্চায়েত সমিতি, ব্লক প্রশাসনকে। কিন্তু কোনও কাজ হয়নি।’’ স্থানীয়দের দাবি, দুটি বাস ও দশ-বারোটি ট্রেকার চলত। কিন্তু খারাপ রাস্তায় ঝুঁকি নেন না বাস, ট্রেকার চালকেরা। তাই বন্ধ হয়ে গিয়েছে সে সব। দুর্ভোগে যাত্রীরা। শীপুর ওয়েল ফেয়ার সোসাইটি ও বাসিন্দারা উল্টোরথের পর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানালেন স্বপনবাবু।
রাস্তা দু’টির বেহাল অবস্থার কথা স্বীকার করেছেন এগরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ। অমিয়বাবু বলেন, “রাস্তা দু’টি মেরামত ও সংস্কারের জন্য পঞ্চায়েত সমিতি থেকে বারবার জেলা পরিষদে জানানো হয়েছে। কিন্তু জেলা পরিষদের বরাদ্দ না-থাকায় কাজ করা যায়নি।’’ তাঁর দাবি, ওই রাস্তা দু’টি প্রধানমন্ত্রী সড়ক যোজনার অন্তর্ভূক্ত করে ওই প্রকল্পের আওতায় সংস্কার করা যেতে পারে। সে কথা জানিয়ে জেলা পরিষদকে চিঠিও দিয়েছে পঞ্চায়েত সমিতি।