Rape case

মূক ও বধির নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সৎ বাবা

সোমবার সকালে নাবালিকার মা কাজে বেরিয়ে যান। অভিযোগ, সেই সুযোগে ১৩ বছরের মূক ও বধির মেয়েটিকে ধর্ষণ করে্ন অক্ষয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২১ ১৫:৩২
Share:

প্রতীকী ছবি

মূক ও বধির নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সৎ বাবা। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় এলাকার ঘটনা। ধৃতের নাম অক্ষয় কুমার ঘোষ (২৮)।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অক্ষয় হলেন নির্যাতিতা নাবালিকার মায়ের দ্বিতীয় পক্ষের স্বামী। তাঁর বাড়ি ওড়িশা। তিনি শ্রমিকের কাজ করেন। অক্ষয় বেশ কয়েক মাস ধরেই গোয়ালতোড়ের ভাড়াবাড়িতে থাকছিলেন। সোমবার সকালে নাবালিকার মা কাজে বেরিয়ে যান। দুপুরে অন্য কেউ বাড়িতে ছিলেন না। অভিযোগ, সেই সুযোগে ১৩ বছরের মূক ও বধির মেয়েটিকে ধর্ষণ করেন অক্ষয়। ধর্ষণের কারণে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। বিকেলে কাজ থেকে ফিরে এসে মহিলা দেখেন, তাঁর মেয়ের ওই অবস্থা। গোটা বিষয়টি বুঝতে পেরে এর পর তিনি থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানান।

অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ গ্রেফতার করে অক্ষয়কে। পুলিশ পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ধৃতকে আজ আদালতে তোলা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement