Murder Case

তৃণমূল কর্মীর গলা কেটে খুনের ঘটনায় চন্দ্রকোনায় গ্রেফতার রাজমিস্ত্রি! কেন খুন?

একটি নবনির্মিত বাড়ি থেকে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ওই ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চন্দ্রকোনা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ২৩:১২
Share:

কেন রাজমিস্ত্রী খুন করলেন তৃণমূল কর্মীকে? তদন্তে পুলিশ। —নিজস্ব চিত্র।

তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার পুলিশ। ধৃতের নাম মনসা সরকার। মঙ্গলবার তাঁকে ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

গত শনিবার পশ্চিম চন্দ্রকোনা ১ ব্লকের পূরশুড়ি গ্রামের বাসিন্দা বটকৃষ্ণ পালের (৫৫) দেহ উদ্ধার হয়। পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানোর পর ওই দিন সন্ধ্যায় তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠায় পুলিশ। একটি নবনির্মিত বাড়ি থেকে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ওই ঘটনায় এক জনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃত মনসা রাজমিস্ত্রির কাজ করেন। তিনি কেন এমন অপরাধের ঘটনা ঘটালেন তা এখনও স্পষ্ট নয়। তাঁকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement