—প্রতিনিধিত্বমূলক ছবি।
হাতির হানায় মৃত্যু প্রৌঢ়ের। মৃতের নাম চাঁদ খিলাড়ি (৫৬)। শনিবার ভোরে ঘটনাটি ঘটে ঝাড়গ্রামের বাঁদরভুলা বিটের পোসরো গ্রামে।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি কাঠের কাজ করেন। জঙ্গলের রাস্তা ধরে ভোরে যাচ্ছিলেন। সেই সময় ওই জঙ্গলে দু’টি হাতি ছিল। ভোর ৪টে নাগাদ বাঁশ বাগানের উপর দিয়ে যাওয়ার সময় হাতির সামনে চলে এলে পালাতে পারেননি চাঁদ। তাঁকে তুলে আছাড় মারে হাতি। পরে তাঁকে ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
ডিএফও ঝাড়গ্রাম উমর ইমাম বলেন, "ভোরে হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'’’ অন্য দিকে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের জামবেদিয়া গ্রামে প্রায় ২০টি হাতি তাণ্ডব চালায়। বেশ কয়েকটি ঘরবাড়ি ভেঙে গিয়েছে। ডিএফও মণীশ যাদব বলেন, ‘‘হাতির দলটিকে জঙ্গলে ফেরানো সম্ভব হয়েছে। বেশ কয়েকটি ঘরবাড়ির ক্ষতি হয়েছে। তার সমীক্ষা চলছে, ক্ষতিপূরণ দেওয়া হবে।’’