পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় গ্রামপঞ্চায়েতের ৩৬ টি ও পঞ্চায়েত সমিতির ৪টি শূন্য আসনে উপ-নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হল বৃহস্পতিবার। এ দিন জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর ওইসব আসনে উপ-নির্বাচনের জন্য মনোনয়ন প্রক্রিয়া শুরু-সহ ও নির্বাচনের নির্ঘণ্ট জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। পূর্ব মেদিনীপুরের জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক দীননারায়ণ ঘোষ বলেন, ‘‘বৃহস্পতিবার থেকেই জেলার গ্রামপঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির শূন্য আসনে উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। আগামী ১২ সেপ্টেম্বর মনোনয়নপত্র ফের দেখা হবে। জমা দেওয়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৫ সেপ্টেম্বর। আগামী ৩ অক্টোবর ওইসব গ্রামপঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনগুলিতে উপ-নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। ভোটগ্রহণ যন্ত্রের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।’’
জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনের পরে নানা কারণে জেলার বিভিন্ন ব্লকে মোট ৩৬টি গ্রামপঞ্চায়েত সদস্যের আসন শূন্য হয়েছে । এছাড়াও চারটি পঞ্চায়েত সমিতির সদস্য আসন শূন্য হয়েছে। ওইসব গ্রামপঞ্চায়েত আসন ও পঞ্চায়েত সমিতি আসনে প্রতিনিধি নির্বাচনের জন্য উপ-নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনের নিয়মানুযায়ী এবার উপ-নির্বাচনে ওইসব গ্রামপঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি আসনগুলিতে মহিলা, তফসিলি জাতি ও উপজাতিদের জন্য আসন সংরক্ষিত থাকবে। উপ-নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হওয়া জেলার গ্রামপঞ্চায়েতের ৩৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ৮ টি আসন রয়েছে দেশপ্রাণ ব্লকে (কাঁথি-২)। এরপর যথাক্রমে ভগবানপুর-১ ব্লকে ৫ টি আসন, তমলুক ও ভগবানপুর-২ ব্লকে ৪ টি আসন, কোলাঘাট ব্লকে ৩ টি আসন, নন্দীগ্রাম-২ ব্লক ও কাঁথি-৩ ব্লকে ২ টি আসন। এছাড়া ১ টি করে আসন রয়েছে পাঁশকুড়া-১, চণ্ডীপুর, নন্দীগ্রাম-১, রামনগর-২ , এগরা-১, এগরা-২, পটাশপুর-১, পটাশপুর-২ ব্লকে। অন্য দিকে পঞ্চায়েত সমিতির সমিতির যে চারটি শূন্য আসনে উপ-নির্বাচন হবে সেগুলির মধ্যে রয়েছে পাঁশকুড়া-১ ব্লক, চণ্ডীপুর ব্লক, মহিষাদল ব্লক ও পটাশপুর-২ ব্লকের প্রতিটিতে একটি করে আসন ।