পুরসভার পক্ষ থেকে শহরের সৌন্দর্যায়নের উপর জোর দেওয়া হয়েছে। অথচ সেই পুরসভার বিরুদ্ধেই উঠছে শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে সাফাই না করানোর অভিযোগ।
হলদিয়া পুরসভা এলাকার ২৬টি ওয়ার্ডের মধ্যে ১৬টি ওয়ার্ডে আরবান ওয়েজ এমপ্লয়মেন্ট স্কিমের কাজ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। পঞ্চায়েত এলাকায় যেমন ১০০ দিনের কাজ হয়, তেমনই পুরসভা এলাকায় আরবান ওয়েজ এমপ্লয়মেন্ট স্কিমের মধ্য দিয়ে হয় এই সাফাই কাজ। কিন্তু পুরসভার নজরদারির অভাবে শহরের ১, ২, ৩, ৪, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ২০, ২২, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে সাফাই হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিক্ষক মিহির দাসের কথায়, ‘‘কাজ হলে নাকে রুমাল দিয়ে রাস্তায় চলতে হত না।” ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলদিয়া পেট্রোকেমিক্যালের কর্মী উৎপল মাইতি বলেন, “রাস্তার জঞ্জাল রাস্তাতেই পড়ে থাকছে। পুরসভার কোনও নজরদারিই নেই।’’
পুরসভার এই প্রকল্পের দায়িত্বে রয়েছেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার মেয়র ইন কাউন্সিল চন্দন মাঝি। তাঁর বক্তব্য, “এদের কাজের তদারকির দায়িত্বে সুপারভাইজার থাকেন। কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে বলে খবর পেয়েছি।’’