জেলা পরিষদের নতুন ভবন
পূর্ব মেদিনীপুর জেলার ১৭তম জন্মদিনে উদ্বোধন হল নবনির্মিত জেলা পরিষদ ভবনের।
সোমবার তমলুকের নিমতৌড়িতে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের পাশে জেলা প্রশাসনিক অফিস চত্বরে গড়ে ওঠা পাঁচ তলা এই ভবনের উদ্বোধন করেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। এ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে জেলায় জমি অধিগ্রহণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “পূর্ব মেদিনীপুরের মানুষ শিক্ষিত ও সচেতন। কোথায় জমি দিতে হয় আর কোথায় বাধা দিতে হয়, তা তাঁরা ভাল করেই জানেন।” শুভেন্দু আরও জানান, নন্দকুমার মোড় থেকে জলেশ্বর পর্যন্ত জাতীয় সড়ক হয়েছে। তার সম্প্রসারণের জন্য কেবল মাত্র এক বার মাইকে ঘোষণা করা হয়েছিল। এর পরেই মানুষ স্বেচ্ছায় তাঁদের দোকান ঘর সরিয়ে নিয়েছেন। মন্ত্রীর দাবি, হরিপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং নন্দীগ্রামে কেমিক্যাল হাবের যখন আবার যখন অন্যায় ভাবে জোর করে জমি নেওয়ার চেষ্টা হয়েছে, তখন প্রতিবাদে সরব হয়েছেন জেলার মানুষ। শুভেন্দুর কথায়, “নন্দীগ্রামের মানুষ জীবন দিয়ে আত্মত্যাগ করে জমি অধিগ্রহণ রুখেছিলেন। মেদিনীপুরের মানুষ এমনই।
প্রশাসনের কার্যালয় নির্মাণ প্রসঙ্গে মন্ত্রী জানান, জেলা প্রশাসনিক ভবনের জন্য হাসিমুখে তাঁদের জমি দিয়ে দিয়েছিলেন মানুষ। কিন্তু বাম সরকারের আমলে শুধু জমি অধিগ্রহণই হয়েছিল। কিন্তু কাজ এগোয়নি। তাঁর দাবি, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর জেলা প্রশাসনিক ভবন-সহ বিভিন্ন দফতরের অফিস গড়ে তোলার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী জুন মাসের মধ্যে জেলা প্রশাসনিক ভবনের কাজ সম্পূর্ণ হবে বলেও আশ্বাস দেন তিনি। এর ফলে উপকৃত হবেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষ।
শুভেন্দু এ দিন আরও জানান, নন্দকুমার, নন্দীগ্রাম ১ ও ২ এবং চণ্ডীপুর ব্লকের বাসিন্দাদের পরিশ্রুত পানীয় জল সরবরাহ প্রকল্প গড়ে তুলতে ৭০০ কোটি টাকার বৃহৎ জলপ্রকল্প তৈরি হবে। এ জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যবস্থা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া, তিনটি সুপার স্পেশ্যালিটি নির্মাণ-সহ বিভিন্ন উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিবহণমন্ত্রী। আগামী দিনে জেলায় মেডিক্যাল কলেজ তৈরির কাজ হবে বলেও জানা গিয়েছে।
শুভেন্দু ও শিশিরবাবু ছাড়াও এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মধুরিমা মণ্ডল, সহ-সভাধিপতি শেখ সুফিয়ান, জেলাশাসক রশ্মি কমল-সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকেরা।