বাঁকুড়া থেকে ফেরার পথে রবিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে কিছুটা সময় কাটিয়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়। এ দিন বাঁকুড়ার রাইপুরের ধানঘোরি গ্রামে দলের নিহত নেতা অনিল মাহাতোর বাড়িতে দেখা করতে গিয়েছিলেন মুকুলবাবু। ফেরার সময় সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ পর্যটন দফতরের রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে পৌঁছন তিনি। মুকুলবাবু প্রায় আধ ঘন্টা সেখানে ছিলেন। মুকুলবাবু স্নান সেরে সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেন। ঝাড়গ্রাম জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি দুর্গেশ মল্লদেব ও তাঁর ভাই রাজ পরিবারের সদস্য জয়দীপ মল্লদেবের সঙ্গে কিছুক্ষণ ঘরোয়া কথাবার্তাও বলেন। সম্প্রতি কুশবনির জঙ্গলে মাইন উদ্ধার প্রসঙ্গে জানতে চাওয়া হলে মুকুলবাবুর প্রতিক্রিয়া, “এসব ভাঁওতা। একেবারেই বাজে কথা।” দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যাঁদের কোনও কাজ নেই। তাঁরা এসব রটাচ্ছে।” সন্ধ্যা নাগাদ স্যান্ডুইচ আর চা-বিস্কুট খেয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি।