বিরোধীদের গুরুত্বের বার্তা মন্ত্রীর

বিধানসভা হোক বা লোকসভা— বিরোধীদের গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, সরকারকে সঠিক পথে পরিচালিত করতে বিরোধীদের ভূমিকাও অপরিসীম। তাই বিরোধীদেরও সব সময় দায়িত্বশীল হতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৭ ০০:৫৫
Share:

বিধানসভা হোক বা লোকসভা— বিরোধীদের গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, সরকারকে সঠিক পথে পরিচালিত করতে বিরোধীদের ভূমিকাও অপরিসীম। তাই বিরোধীদেরও সব সময় দায়িত্বশীল হতে হবে।

Advertisement

মঙ্গলবার বর্ধমান বিভাগীয় স্তরের পশ্চিমবঙ্গ যুব সংসদ, প্রশ্নোত্তর, চরিত্রগঠন সম্পর্কিত প্রশ্নোত্তর ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার শুরু হল মেদিনীপুর। মেদিনীপুর কলেজের বিবেকানন্দ হলে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করেন সৌমেনবাবু। মন্ত্রী বলেন, “ক্ষমতা থাকলেই যা খুশি করা যায় না। গুটিকয় অর্থবান ব্যক্তিকে ধরতে কোটি কোটি সাধারণ মানুষের হয়রানি ঠিক নয়।’’

মঙ্গলবার থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম— সাতটি জেলার বিদ্যালয় ও মহাবিদ্যালয় স্তরের প্রতিযোগিতা শুরু হল। বিদ্যালয় স্তরের প্রতিযোগিতাগুলি হবে মেদিনীপুর কলেজে। আর মহাবিদ্যালয় স্তরের প্রতিযোগিতাগুলি হবে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে (বালক)। দু’দিন ধরে চলবে এই প্রতিযোগিতা। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী চূড়ামণি মাহাতো, জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা, জেলা সভাধিপতি উত্তরা সিংহ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement