আইএসএলের ম্যাচ দেখল ছাত্ররা

ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া হাইস্কুলের ক্রীড়া শিক্ষক নন্দদুলাল ভৌমিকের কথায়, ‘‘জেলার ছেলেদের ফুটবলমুখী করার জন্য এই উদ্যোগ খুবই ভাল। এর ফলে গ্রামের ছেলেরা শহরের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখে অনুপ্রাণিত হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৭ ০১:২১
Share:

উচ্ছ্বাস: যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা চলাকালীন। নিজস্ব চিত্র

ফুটবলের প্রতি অল্পবয়সীদের আগ্রহ বাড়াতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল খেলার সুযোগ করে দেওয়া হয়েছিল জেলার স্কুলের ছেলেমেয়েদের। এ বার আইএসএল প্রতিযোগিতার ফুটবল ম্যাচ দেখারও সুযোগ পেল পড়ুয়ারা।

Advertisement

এই উদ্যোগ কলকাতার দল এটিকে-র। তাদের মাধ্যমেই আইএসএলের খেলা দেখার টিকিট রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে পৌঁছয়। সেই মতো রবিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এটিকে ও পুণে এস পি-র খেলা দেখার জন্য পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ ৫০টি করে টিকিট পেয়েছিল। দুই জেলা থেকেই পড়ুয়ারা গিয়েছে রবিবারের খেলা দেখতে। বড় ম্যাচ দেখে তারা খুশিও। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণির ছাত্র বুদ্ধেশ্বর মাহাতো বলছিল, ‘‘এই প্রথম ট্রেনে চড়লাম। প্রথম কলকাতায় গেলাম। এত বড় স্টেডিয়ামে খেলা দেখে অনেক কিছু শিখেওছি।’’

ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া হাইস্কুলের ক্রীড়া শিক্ষক নন্দদুলাল ভৌমিকের কথায়, ‘‘জেলার ছেলেদের ফুটবলমুখী করার জন্য এই উদ্যোগ খুবই ভাল। এর ফলে গ্রামের ছেলেরা শহরের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখে অনুপ্রাণিত হবে।’’ জেলার ছেলেদের এমন সুযোগ দেওয়ার জন্য রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদকে ধন্যবাদ জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক রজত বেরারও বক্তব্য, ‘‘এটিকে কর্তৃপক্ষকে ধন্যবাদ। পরীক্ষার থাকা সত্ত্বেও ছেলেরা খেলা দেখতে যাচ্ছে।’’ পড়ুয়াদের এটিকে-র জার্সি দেওয়া হয়েছিল। তা পরে কলকাতার দলের হয়ে গলা ফাটিয়েছে জেলার পড়ুয়ারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement