অনু্ষ্ঠানের উদ্বোধনে তৃণমূলের নেতা-সহ সমবায় আধিকারিকরা।
এলাকার গ্রামীণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজন করা হয়েছিল সমবায় সপ্তাহ উদযাপনের আলোচনা সভা। আর সেই আলোচনায় সভা কার্যত হয়ে উঠল কেন্দ্র সরকারের নোট বাতিল কাণ্ডের সমালোচনাসভা। সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের প্রচার সভাও বটে। অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল নেতারা তো বটেই, মোবাইল ফোনে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ও অর্থনৈতিক জরুরি অবস্থার অভিযোগ তুলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেন।
শুক্রবার পাঁশকুড়া ব্লকে মাইশোরা পঞ্চায়েতের পাতন্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে সমবায় সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। হাজির ছিলেন এলাকার তিনশোর বেশী বাসিন্দা। থাকার কথা ছিল রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের। কিন্তু কলকাতায় সমবায় একটি বৈঠকে যোগ দেওয়ার জন্য মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বলে জানান উদ্যোক্তা। তবে উদ্যোক্তাদের মোবাইল ফোনে ভাষণ দেন সমবায় মন্ত্রী। অরূপবাবু বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে মস্ত সমস্যা আজকে। সমবায় আন্দোলন মস্ত বড় ধাক্কা খেয়েছে। বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে একটা মস্ত বড় আঘাত এসেছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন শুরু করেছেন। আমরাও রাস্তায় নেমেছি।’’
রাজ্য সমবায় ইউনিয়নের সহ-সভাপতি ও তৃণমূলের রাজ্য সম্পাদক আশিস চক্রবর্তী বলেন, ‘‘নোট বাতিলের জেরে কৃষি উন্নয়ন সমবায় সমিতিগুলি কৃষকদের ঋণ দিতে পারছে না। এমনকি ধান কাটার মজুররা পারিশ্রমিক বাবদ টাকা পাচ্ছেন না। ফলে কৃষকরা এখন সবচেয়ে সমস্যায় পড়েছেন।’’ পশ্চিম পাঁশকুড়ার তৃণমূল বিধায়ক ফিরোজা বিবি বলেন, ‘‘কেন্দ্রের মোদী সরকার কালো টাকা উদ্ধারের নামে দেশের গরীব মানুষদের সঙ্কটে ফেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জীবন বাজি রেখে আন্দোলন চালাচ্ছেন। আমরা সবাই তাঁর সাথে থেকে লড়াই চালিয়ে যেতে চাই।’’