হলদিয়ার কারখানা থেকে ১০০০ ভোজ্য তেলের টিন বোঝাই লরি যাওয়ার কথা ছিল মুর্শিদাবাদের বহরমপুরে। কিন্তু ওই লরি বোঝাই ভোজ্য তেল বহরমপুরে না যাওয়ায় পুলিশে অভিযোগ জানায় পরিবহণ সংস্থা। মাঝপথে ওই লরি ছিনতাই হয়ে যাওয়ার গল্প ফেঁদেছিলেন লরির মালিক।
তদন্তে নেমে ওই ভোজ্য তেল দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের একাধিক ব্যবসায়ীকে বিক্রির অভিযোগে লরির মালিক, ব্যবসায়ী-সহ ৫ জনকে গ্রেফতার করেছে নন্দকুমার থানার পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় ১৮২ টিন ভোজ্য তেল ও নগদ দেড় লক্ষ টাকা। ধৃতদের তমলুক আদালতে তোলা হলে বিচারক এক জনকে পুলিশ হেফাজত ও চারজনকে হেফাজতের নির্দেশ দেন। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘ভোজ্য তেল বোঝাই লরি অন্যত্র নিয়ে গিয়ে তেল সাগর এলাকায় একাধিক ব্যবসায়ীকে বিক্রির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ভোজ্যতেলের একাংশ ও নগদ বেশ কয়েক হাজার টাকা পাওয়া গিয়েছে।’’ উদ্ধার করে হয়েছে লরিটিও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি মাসের শেষ দিকে হলদিয়ার একটি ভোজ্যতেল কারখানা থেকে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ভোজ্যতেল বোঝাই একটি লরি বহরমপুর রওনা হয়। পথে নন্দকুমারের কাছে গাড়ি ছিনতাই হয়েছে বলে পরিবহণ সংস্থাকে জানান লরি মালিক প্রদীপ রঞ্জিত। নন্দকুমার থানায় এ বিষয়ে অভিযোগ জানানো হয়। কিন্তু পুলিশ তদন্তে নেমে জানতে পারে ওই লরি সাগর এলাকার এলাকার একাধিক ব্যবসায়ীকে ভোজ্য তেল বিক্রি করা হয়েছে। আর এই কাজে জড়িত লরির মালিক নিজে।