খলনায়ক দুর্যোগ, হতাশ দেব দর্শনে বঞ্চিত দুই গ্রাম

ঝড়বৃষ্টির সময় রাতুলিয়া বাজারে ৬ নম্বর জাতীয় সড়কের পাশে গাড়িতেই অপেক্ষা করছিলেন দেব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পাঁশকুড়া শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৯ ০০:০৭
Share:

আলো-আঁধারে: শনিবার পাঁশকুড়ার হাউরে দেব-এর সভা। এর পরেই শুরু হয় ঝড়-বৃষ্টি । ছবি: বিশ্বনাথ বণিক

শনিবার ভোট প্রচারে পাঁশকুড়ায় এসেছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। এদিন পাঁশকুড়ায় তাঁর আটটি কর্মিসভায় যোগ দেওয়ার কথা থাকলেও ঝড়বৃষ্টির জন্য পন্ড হয়ে যায় দুটি সভা। পাঁশকুড়ার গোবিন্দনগর ও পাঁশকুড়া-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই দুটি সভা হওয়ার কথা ছিল। তা না হওয়ায় হতাশ ওই দুই এলাকার তৃণমূলের কর্মী-সমর্থকেরা।

Advertisement

গোবিন্দনগর এলাকার গোবিন্দপুরে সন্ধ্যা ৭ টায় কর্মিসভার নির্ধারিত সূচী ছিল। সব শেষ সভাটি ছিল পাঁশকুড়া-১ এর পূর্ব পীতপুর এলাকায়। কিন্তু শনিবার সন্ধে সাতটার আগেই পাঁশকুড়ায় শুরু হয় ব্যাপক ঝড়বৃষ্টি। দেব তখন ঘোষপুর এলাকা থেকে ফিরছিলেন। ঝড়বৃষ্টির সময় রাতুলিয়া বাজারে ৬ নম্বর জাতীয় সড়কের পাশে গাড়িতেই অপেক্ষা করছিলেন দেব। কিন্তু বৃষ্টি থামার কোনএ লক্ষণ না থাকায় কর্মিসভা দু’টি বাতিল করার সিদ্ধান্ত নেন পাঁশকুড়া ব্লক তৃণমূল নেতারা। অগত্যা শনিবার সন্ধ্যায় কলকাতায় ফিরে যান দেব।

এদিকে গোবিন্দপুরে দেবকে দেখার জন্য অপেক্ষা করেছিলেন বহু মানুষ। ঝড়বৃষ্টি শুরু হওয়ায় সাংসদ এলাকায় আসতে পারবেন না জানতে পেরে বাড়ি ফিরে যান হতাশ তৃণমূল নেতা-কর্মীরা। পাঁশকুড়া-১ এলাকার পূর্ব পীতপুরে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের পাশে দেবের শেষ কর্মিসভার জন্য তৈরি হয়েছিল সুদৃশ্য মঞ্চ। দেবকে বরণ করার আয়োজনও ছিল বেশ জমকালো। কিন্তু বৃষ্টিতে সব পন্ড হয়ে যাওয়ায় মন খারাপ এলাকার তৃণমূল নেতা কর্মীদের। স্থানীয় পঞ্চায়েত সদস্য মলয় দাস বলেন, ‘‘দেবের কর্মিসভায় যোগ দিতে বহু মানুষ হাজির হয়েছিলেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সভা বাতিল হওয়ায় সকলের মন খারাপ।’’ এলাকার নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য তথা পাঁশকুড়া-১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কুরবান শা বলেন, ‘‘ঝড়বৃষ্টির জন্য দেবের দু’টি কর্মিসভা আমরা বাতিল করতে বাধ্য হয়েছি। শীঘ্রই ভোট প্রচারে ফের পাঁশকুড়ায় আসবেন দেব। তখন ওই দু’টি জায়গায় আবার কর্মিসভার আয়োজন করা হবে।’’

Advertisement

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement