শিয়রে লোকসভা নির্বাচন। আজ, বৃহস্পতিবার নন্দীগ্রামে শহিদ দিবসের সভা থেকেই প্রচার শুরু করতে চাইছে শাসকদল তৃণমূল। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির পাশপাশি ওই দিন পৃথক ভাবে তৃণমূলের উদ্যোগে এবারের ‘শহিদ দিবস’ পালন করা হবে বলে জানা গিয়েছে।
রাত পোহালেই ১৪ মার্চের স্মৃতিচারণ করবে নন্দীগ্রাম। ২০০৭ সালের ওই দিনে পুলিশের গুলিতে নিহত বলেছিলেন ১৪ জন। প্রতি বছর ওই দিনটিকে শহিদ দিবস হিসাবে পালন করেন স্থানীয়েরা। এ বছর নন্দীগ্রামের সীতানন্দ কলেজ মাঠে দলীয় জনসভা করবে তৃণমূল। জেলা তৃণমূল সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে কলেজ মাঠে হবে ওই সভা। যার মাধ্যমে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবেন তমলুক আসনের প্রার্থী দিব্যেন্দু অধিকারী। নন্দীগ্রাম-১ ব্লক তৃণমূল সভাপতি মেঘনাথ পাল বলেন, ‘‘১৭টি গ্রাম পঞ্চায়েতের ২৭২টি বুথ থেকে দলের কর্মীরা অংশ নেবেন সভায়। পরিবহণ মন্ত্রী-সহ জেলা নেতৃত্ব হাজির থাকবেন। সেখানে শহিদ ও নিখোঁজ পরিবারের লোকেরাও আমন্ত্রিত।’’ অন্যদিকে, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতা আবু তাহের বলেন, ‘‘অধিকারী পল্লি, সোনাচূড়ায় নিহতদের শ্রদ্ধার্ঘ জানানো হবে। তাঁদের পরিবারের লোকেরাও উপস্থিত থাকবেন।’’
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে বিভিন্ন নির্বাচনে নন্দীগ্রামকে ‘হাতিয়ার’ করেছে শাসকদল। যদিও এলাকায় উন্নয়ন ছাড়া, বিচার বা কর্মসংস্থান প্রসঙ্গে এখনও বঞ্চনা সুর ঝরে পড়ে নিহতদের পরিবারের অনেকের গলায়। এ নিয়ে বর্তমান সাংসদ দিব্যেন্দু অধিকারীর দাবি, ‘‘এবার হাতে খানিকটা কম সময় পেয়েছিলাম। তাই নন্দীগ্রাম থেকে দেশপ্রাণ পর্যন্ত অসম্পূর্ণ রেল প্রকল্প শেষ করার দাবি নিয়ে আগামী দিনে কাজ করার সুযোগ চাইব। মানুষের আশীর্বাদ চাইতে শহিদতীর্থ থেকে ভোট প্রচার শুরু করব।’’