পিছিয়ে যেতে পারে মুখ্যমন্ত্রীর ভোট-সফর

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে ফণীর প্রভাব মালুম হতে পারে। বুধবারের পর থেকে তার আরও স্পষ্ট হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ২৩:১০
Share:

মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি ঘাটালে। —নিজস্ব চিত্র।

পিছোতে পারে ঘাটাল ও ডেবরার মুখ্যমন্ত্রীর সভা। জেলা প্রশাসন সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ফণীর জন্যই সভার দিনবদল হতে পারে। দু’িট সভাই হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। মঙ্গলবার পর্যন্ত দু’টি সভারই প্রস্তুতি চলছে জোরকদমে।

Advertisement

দিনবদলের সম্ভবনার কথা মেনেছে জেলা তৃণমূলও। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি বলেন, “ঘূর্ণিঝড় ফণীর জন্য মুখ্যমন্ত্রীর সভা রদলবদল হতে পারে। ঘাটালের সভা সম্ভবত ৩ মে হবে। তবে ডেবরার সভা কবে হবে সেটা এখনও ঠিক হয়নি।’’

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে ফণীর প্রভাব মালুম হতে পারে। বুধবারের পর থেকে তার আরও স্পষ্ট হবে। ঝড়টি বাংলায় পুরো আছড়ে না-পড়লেও এখানে তার প্রভাব পড়বেই। সেই প্রভাবে রাজ্যের উপকূল এলাকায় জোর বৃষ্টি হতে পারে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সভা হওয়ার কথা চন্দ্রকোনার ক্ষেত্রপালের মাঠে। তৃণমূলের এক জেলা নেতা জানান, দুপুর আড়াইটের সময় সভা হওয়ার কথা। গরমের মধ্যে ভরদুপুরে মাঠ ভরানোটাই মূল চ্যালেঞ্জ। তবে তাঁর আশা, সাধারণ মানুষ এই সভার দিকে তাকিয়ে রয়েছেন। কারণ এ বারের ভোটে এখনও পর্যন্ত ঘাটালে বড় কোনও সভা হয়নি। মঙ্গলবার সভাস্থলের হেলিপ্যাড পরীক্ষা করা হয়। এ দিন সেখানে কপ্টার নামিয়ে পরীক্ষা করা হয়। এ দিন হেলিপ্যাডে তেমন কোনও ত্রুটি ধরা পড়েনি। হেলিপ্যাড পরীক্ষা হয় ডেবরাতেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement