কড়া পাহারায় ভোট গণনাকেন্দ্র। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ে বুধবার। নিজস্ব চিত্র
লোকসভা ভোটের সম্ভাব্য ফল নিয়ে সমীক্ষার রিপোর্ট বিশ্লেষণ চলছে বিভিন্ন মহলে। তার মাঝে ইভিএম বদল নিয়ে শাসক-বিরোধী চাপান উতোরও অব্যাহত। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সমীক্ষায় রাজ্যে শাসক দল তৃণমূলের সঙ্গে গেরুয়া শিবিরের জোরদার টক্করের আভাস দেওয়া হয়েছে। যদিও বুথ ফেরত এই সমীক্ষাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল। এমন আবহে আজ ভোট গণনার ফলের দিকে তাকিয়ে জেলার দুই লোকসভার কেন্দ্রের প্রার্থীরা এবং ভোটাররা।
তৃণমূলের শক্তঘাঁটি হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুর। জেলার তমলুক ও কাঁথি লোকসভা আসনে অধিকারী পরিবারের পিতা-পুত্র তাঁদের জয়ের ধারা অব্যাহত রাখতে পারেন কিনা তা নিয়ে শুধু জেলায় নয়, কৌতূহল রয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। তমলুক লোকসভায় তৃণমূলের দিব্যেন্দু অধিকারী, বিজেপির সিদ্ধার্থ নস্কর, সিপিএমের ইব্রাহিম আলি, কংগ্রেসের লক্ষ্মণ শেঠ-সহ ১২ জন প্রার্থী রয়েছেন। অন্যদিকে কাঁথি লোকসভায় তৃণমূলের শিশির অধিকারী, বিজেপির দেবাশিস সামন্ত, সিপিএমের পরিতোষ পট্টনায়েক, কংগ্রেসের দীপক দাস সহ সাত জন প্রার্থী রয়েছেন। তমলুক লোকসভার ভোট গণনা হবে কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চবিদ্যালয়ে এবং কাঁথি লোকসভার ভোটগণনা হবে কাঁথি প্রভাত কুমার কলেজে।
জেলা নির্বাচন দফতর ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোটগণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করা হয়েছে। গণনা কেন্দ্রের ২০০ মিটারের বাইরে রাজ্য পুলিশ বাহিনী মোতায়েন থাকছে। এরপর গণনা কেন্দ্রের প্রবেশ পথে ও মাঝে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। সকাল আটটা থেকে ভোট গণনা শুরু। গণনা কেন্দ্রের ভিতরে প্রতিটি টেবিলে প্রার্থীদের একজন করে কাউন্টিংএজেন্ট থাকতে পারবেন। সকাল সাতটার মধ্যে কাউন্টিং এজেন্টদের পরিচয়পত্র সহ গণনাকেন্দ্রে ঢুকতে হবে। কাউন্টিং এজেন্টরা মোবাইল, জলের বোতল, খাবার নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। গণনা কেন্দ্রের ভিতরে পানীয় জলের ব্যবস্থা থাকবে। প্রতিটি রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টদের দুপুরের খাবার পৌঁছে দেওয়ার জন্য প্রার্থী পিছু চারজন ভিতরে যেতে পারবেন। সে জন্য তাঁদের নির্দিষ্ট পরিচয়পত্র দেওয়া হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের অপেক্ষার জন্য গণনাকেন্দ্র চত্বরের বাইরে দুশো মিটার দূরে অস্থায়ী ছাউনি করার অনুমতি দেওয়া হয়েছে। ভোটগণনা কেন্দ্র চত্বরে নিরাপত্তার জন্য মোতায়েন থাকছে বিশাল পুলিশ বাহিনী।
জেলা প্রশাসন সূত্রে খবর, দুপুর ১২টা নাগাদ ভোটের ফলের আভাস মিলতে শুরু করবে। তবে এবার ভোটগণনা কেন্দ্র থেকে প্রতি রাউন্ডের ফল মাইকে ঘোষণা করা হবে না। তার পরিবর্তে প্রতি রাউন্ডের ফল গণনা কেন্দ্রের মিডিয়া সেন্টারে জানিয়ে দেওয়া হবে। ভোটগণনার শেষে চূড়ান্ত ফল মাইকে ঘোষণা করা হবে।
জেলাশাসক পার্থ ঘোষ বলেন, ‘‘তমলুক ও কাঁথি লোকসভার ভোটগণনা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।’’ জেলা পুলিশ সূত্রে খবর, ভোট গণনা পরবর্তী সময়ে জেলার উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে গোলমাল রুখতে পুলিশ বাহিনীর সাথে কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে।