এই দেওয়াল লিখন নিয়েই গোলমালের শুরু। নিজস্ব চিত্র
দেওয়াল লিখনকে কেন্দ্র করে বচসার জেরে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। ঘটনায় দুই সিপিএম কর্মীর বিরুদ্ধে কোলাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোলাঘাটের পুলসিটা এলাকার যোগীবেড় গ্রামে প্রণব হাজারির বাড়ির দেওয়ালে দেওয়াল লিখনের জন্য বৃহস্পতিবার লিখিত অনুমতি নিয়েছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। সেই মোতাবেক পুলসিটার কুসার গ্রামের বিজেপি কর্মী মদন কুমার মণ্ডল ওই দেওয়ালে বিজেপির সমর্থনে দেওয়াল লেখেন।
অভিযোগ, বৃহস্পতিবার রাত ৮ টা নাগাদ মদনের ওপর চড়াও হয় এলাকার দুই সিপিএম কর্মী তিমির প্রামাণিক ও সুরজিৎ সামন্ত। ওই দেওয়ালে সিপিএমের দেওয়াল লিখন হওয়ার কথা ছিল, এই দাবিতে মদনকে তারা মারধর করে বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় তার মোবাইল ফোনও। রাতেই কোলাঘাট থানায় তিমির ও সুরজিতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মদন।
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
কোলাঘাট ব্লক মণ্ডল-৩ এর সভাপতি দেবব্রত পট্টনায়ক বলেন, ‘‘ওই ব্যক্তির বাড়ির দেওয়ালে লেখার জন্য আমাদের বৈধ অনুমতিপত্র থাকা সত্ত্বেও দলীয় কর্মীর ওপর হামলা চালিয়েছে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা। আসলে ভোটে হার অনিবার্য জেনেই হতাশা থেকে সিপিএম এই সব কাণ্ড ঘটিয়েছে। পুলিশ-প্রশাসনকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।’’
হামলার অভিযোগ অবশ্য অস্বীকার করেছে সিপিএম। দলের পূর্ব পাঁশকুড়ার বিধায়ক তথা তমলুক লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী ইব্রাহিম আলি বলেন, ‘‘সিপিএমকে হেয় করতে বিজেপি মিথ্যাচার করছে। ওই ঘটনার সঙ্গে সিপিএমের কেউ কোনওভাবেই জড়িত নন।’’