বহিরাগত ঠেকান, দুবের কাছে আর্জি সব দলের

বৃহস্পতিবার মেদিনীপুর শহরে সার্কিট হাউসের ওই বৈঠকে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা পুলিশ পর্যবেক্ষকের কাছে বহিরাগতদের আটকানোর দাবি জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১০ মে ২০১৯ ০১:৫১
Share:

মেদিনীপুরে বিবেক দুূবে। নিজস্ব চিত্র

বিশেষ পুলিশ পর্যবেক্ষক সর্বদল বৈঠক করলেন। তবে একসঙ্গে নয়। আলাদা ভাবে বসলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে। অন্য কোনও দলের লোকসভার প্রার্থীরা বৈঠকে না থাকলেও ছিলেন ঘাটালের বিজেপি ভারতী ঘোষ। আর প্রাক্তন আইপিএসের সঙ্গে বাড়তি ১৫ থেকে ২০ মিনিট কথা বললেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।

Advertisement

বৃহস্পতিবার মেদিনীপুর শহরে সার্কিট হাউসের ওই বৈঠকে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা পুলিশ পর্যবেক্ষকের কাছে বহিরাগতদের আটকানোর দাবি জানিয়েছেন। রাজনৈতিক দলের প্রতিনিধিদের পর দুবে সার্কিট হাউসেই পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। এক ঘণ্টা পনেরো মিনিটের বৈঠক শেষে দুবে বলেন, ‘‘অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাঁদের কথা বলে গিয়েছেন। প্রশাসনিক স্তরেও কথা বললাম। আমরা সব দিকটা খতিয়ে দেখছি।’’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীই থাকবে এই দফার ভোটে।’’ জেলা প্রশাসন সূত্রের খবর, দুই জেলায় আপাতত ১৬৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে।

তৃণমূলের হয়ে এদিন দুবের সঙ্গে দেখা করেন জেলা নেতা দেবাশিস চৌধুরী, ঘাটালের প্রার্থী দেবের নির্বাচনী এজেন্ট সুকুমার পাত্র, মেদিনীপুরের প্রার্থী মানস ভুঁইয়ার এজেন্ট দুলালচন্দ্র দে। বিজেপির হয়ে ভারতী সঙ্গে ছিলেন দলের পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি শমিত দাশ। তৃণমূল, কংগ্রেস এবং বামেদের প্রতিনিধিদের সঙ্গে দুবের বৈঠকের সময়সীমা ছিলে প্রায় ১৫- ২০ মিনিট করে। তবে ভারতী এবং শমিতের সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা বলেন দুবে। পরে ভারতী বলেন, ‘‘বহিরাগতদের বের করার কথা বলেছি। সেইসঙ্গে ঘরের ভিতরে স্থানীয়স্তরে যারা ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। লজ, হোটেলগুলিতেও দেখতে বলেছি।’’ ভারতী যখন বহিরাগতের প্রসঙ্গ তুলছেন, তখন সেই প্রসঙ্গেই তাঁকে বিঁধতে ছাড়েনি তৃণমূল। বৈঠকের পর বেরিয়ে দেবাশিস বলেন, ‘‘আমরা বিশেষ পুলিশ পর্যবেক্ষককে বলেছি, ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী উত্তরপ্রদেশ থেকে লোক ঢোকাবেন বলেছেন। ইতিমধ্যে উত্তরাখণ্ড থেকে ৩০০ জনেরও বেশি ঢুকেছে এই জেলায়, খড়গপুরের ব্যারাকপুর থেকে বহু দুষ্কৃতী আনা হচ্ছে। কেশিয়াড়িতে ওড়িশার বহু লোক আসছে। এইসব বহিরাগতদের আটকাতে বাংলার ওড়িশা ও ঝাড়খণ্ড সীমান্ত সিল করার দাবি জানিয়েছি।’’

Advertisement

কংগ্রেসের অরূপ মুখোপাধ্যায় বৈঠক সেরে বেরিয়ে বলেন, ‘‘প্রচুর বাইরের লোক ঢুকছে। আমরা বলেছি ভোটের আগে মেদিনীপুর সীমানা সিল করে দিতে।" বামেদের পক্ষে সিপিআইয়ের জেলা সম্পাদক অশোক সেনের বক্তব্য ‘‘ভোট লুঠ আটকানোর জন্য আমরা জানিয়েছি। দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement