রবিবার বেলপাহাড়ির একটি সমবায় সমিতির নির্বাচনে সব ক’টি আসনে জয়ী হয়ে ক্ষমতা ধরে রাখলেন বামপন্থীরা। এ দিন বেলপাহাড়ি ব্লকের ভুলাভেদা অঞ্চলের গিদিঘাটি লার্জসাইট মাল্টিপারপাস কো অপারেটিউ সোসাইটি (গিদিঘাটি ল্যাম্পস্)-এর পরিচালন কমিটির নির্বাচন ছিল। ২০০৫ সাল থেকে বামপন্থীরা ওই সময়বায় সমিতির ক্ষমতায় রয়েছে। এ বার ৯টি আসনের সব ক’টিতে প্রার্থী দেয় বামপন্থীরা। তৃণমূলপন্থীরাও সব আসনে প্রার্থী দিয়েছিল।
এ ছাড়া দু’জন নির্দল প্রার্থী ছিলেন। ৮২৮ জন ভোটারের মধ্যে ভোট দেন ৬১৩ জন। ৯টি আসনের দু’টি আসন মহিলা সংরক্ষিত। দুই মহিলা-সহ ৯ জন বামপন্থী প্রার্থীই এ দিন জয়ী হন। এবার ওই সমবায় সমিতির পরিচালন ক্ষমতা দখলের জন্য রীতিমতো কোমর বেঁধে ময়দানে ঝাঁপিয়ে ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। এ দিন বেশ কিছু ভোটারকে গাড়িতে করে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ারও অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। দিনের শেষে অবশ্য শেষ রক্ষা হয় নি।
বিনপুরের সিপিএম বিধায়ক দিবাকর হাঁসদার বক্তব্য, “মানুষ এখন বাস্তবটা বুঝতে পেরেছেন বলেই পরিবর্তনের ঝঁুকি নেন নি।” অন্য দিকে তৃণমূল পরিচালিত বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি বংশীবদন মাহাতো বলেন, “ওই এলাকাটি সিপিএমের হার্মাদ-ঘাঁটি। তা সত্ত্বেও আমরা প্রতিটি আসনে লড়াই করেছি। এটাই বড় কথা।”