শিশু বদলের অভিযোগের তদন্ত শুরু হল মেদিনীপুর মেডিক্যালে। বুধবার তদন্তকারীরা অভিযোগকারীর সঙ্গে এই নিয়ে কথা বলে। হাসপাতালের সুপার তন্ময়কান্তি পাঁজা বলেছেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গড়ে দেওয়া হয়েছিল। কমিটি বুধবার থেকে তদন্ত শুরু করেছে। রিপোর্ট খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।”
মঙ্গলবার বিকেলে শিশু বদলের অভিযোগে ব্যাপক শোরগোল পড়ে যায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। দুলহেনা বিবি নামে এক প্রসূতি দাবি করেন, তাঁর পুত্রসন্তান হয়েছিল। কিন্তু পরে তাঁকে কন্যাসন্তান দেওয়া হয়। দুলহেনার স্বামী রেনজার দালাল হাসপাতাল সুপার তন্ময়কান্তি পাঁজার দফতরে লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গড়া হয়।
মেদিনীপুর সদর ব্লকে হাতিহল্কা এলাকায় থাকেন রেনজার। সোমবার মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করানো হয় তাঁর স্ত্রী দুলহেনাকে। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ তিনি সন্তান প্রসব করেন। দুলহেনার দাবি, প্রথম তাঁকে যখন সন্তান দেখানো হয়, তখন তিনি পুত্রসন্তান দেখেন। কিন্তু দুধ খাওয়ানোর জন্য পরে তাঁর কোলে কন্যাসন্তান দেওয়া হয়। দুলহেনার স্বামী রেনজারের দাবি, কন্যাসন্তানের মাথায় একটা দাগ ছিল। কিন্তু প্রথম যখন স্ত্রীকে সন্তান দেখানো হয় তখন তার মাথায় কোনও দাগ ছিল না।হাসপাতাল সূত্রে খবর, দুলহেনার নর্ম্যাল ডেলিভারি হয়। এ ক্ষেত্রে কন্যাই হয়।