খড়্গপুর হাসপাতাল সাজাতে পরিদর্শন

হাসপাতাল চত্বর আবর্জনা ও আগাছায় ভরে রয়েছে। রোগীর পরিজন ও চিকিৎসকদের গাড়ি-বাইক রাখার জায়গা, বিশ্রামাগার-সহ নানা পরিষেবাতেও ঘাটতি রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ২০ জুলাই ২০১৭ ১৩:২১
Share:

এ বার হাসপাতালের সৌন্দর্যায়নে উদ্যোগী হল পুর ও নগরোন্নয়ন সংস্থা। বুধবার সংস্থার নির্দেশে খড়্গপুর মহকুমা হাসপাতাল ঘুরে দেখেন পুর-কারিগরি দফতর, পুরসভা ও হাসপাতালের প্রতিনিধিরা। সম্প্রতি হাসপাতালের সৌন্দর্যায়ন বাড়াতে প্রস্তাব দিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। খড়্গপুর পুরসভার হাত ধরে ওই কাজ রূপায়িত হবে। তাই পুর কারিগরি দফতরের ইঞ্জিনিয়ারদের পাঠিয়ে পরিকল্পনা করা হয় এ দিন। পরিদর্শনে হাসপাতালে হাজির ছিলেন সুপার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, পুর-কারিগরি দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চন্দন মুখোপাধ্যায়, আশিস সামন্ত, পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অভিজিৎ চট্টোপাধ্যায়, জঞ্জাল বিভাগের পরিদর্শক প্রদীপ দাস ।

Advertisement

হাসপাতাল চত্বর আবর্জনা ও আগাছায় ভরে রয়েছে। রোগীর পরিজন ও চিকিৎসকদের গাড়ি-বাইক রাখার জায়গা, বিশ্রামাগার-সহ নানা পরিষেবাতেও ঘাটতি রয়েছে। তাই হাসপাতাল সাজাতে চেয়ে পুর ও নগরোন্নয়ন দফতর যে প্রস্তাব পাঠিয়েছিল তাতে সাড়া দিয়ে ছিল এ দিনের যৌথ পরিদর্শন হয়। পুরসভা সূত্রে খবর, হাসপাতাল ঘুরে একটি পার্ক, গাড়ি পার্কিংয়ের জায়গা, ফোয়ারা, বিশ্রামাগারের পরিকল্পনা করা হয়েছে। পুরপ্রধান প্রদীপ সরকার বলেন, “পুর ও নগরোন্নয়ন দফতর হাসপাতাল সাজানোর প্রস্তাব পাঠিয়েছিল। সেই মতো পুর কারিগরি দফতরের সঙ্গে পুরসভা ও হাসপাতালের প্রতিনিধিরা ঘুরে পরিকল্পনা করা হয়েছে। অর্থ বরাদ্দ হলে প্রকল্প রূপায়িত হবে।” এ বিষয়ে হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের বক্তব্য, “খুব ভাল উদ্যোগ। কী ভাবে হাসপাতাল সাজানো যায় তা নিয়ে আমরাও একটি প্রস্তাব দিয়েছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement