সবংয়ের ভোট প্রচারেও গুজরাত, হিমাচল অঙ্ক

একটি বিধানসভা আসনে উপ-নির্বাচন। প্রচার শেষ হতে বাকি মাত্র দু’দিন। কিন্তু সেই সবং ভোটের প্রচারেও ঢুকে পড়ল জাতীয় রাজনীতি। গুজরাত বিধানসভা নির্বাচনের ফল নিয়ে প্রচারের পারদ চড়ল। গুজরাত জয়ে সবংয়ে বিজয় উৎসবও পালন করল বিজেপি। আর গেরুয়া শিবিরের সমালোচনা করলেন তৃণমূল নেতারা। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৭ ০২:০৮
Share:

প্রচারসভায় তৃণমূল প্রার্থীর সঙ্গে হাজির দেব, ইন্দ্রাণী হালদার, শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

একটি বিধানসভা আসনে উপ-নির্বাচন। প্রচার শেষ হতে বাকি মাত্র দু’দিন। কিন্তু সেই সবং ভোটের প্রচারেও ঢুকে পড়ল জাতীয় রাজনীতি। গুজরাত বিধানসভা নির্বাচনের ফল নিয়ে প্রচারের পারদ চড়ল। গুজরাত জয়ে সবংয়ে বিজয় উৎসবও পালন করল বিজেপি। আর গেরুয়া শিবিরের সমালোচনা করলেন তৃণমূল নেতারা।

Advertisement

সোমবার সকালে তেমাথানিতে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে সভা চলাকালীন গুজরাত নির্বাচনের জয়ের খবর ছড়িয়ে পড়ে। উৎসাহিত কর্মীরা সভাস্থলেই বিজয় উৎসবে মাতেন। আবির উড়িয়ে চলে লাড্ডু খাওয়া। পরে সবংয়ে বিজয় মিছিল করেন বিজেপি কর্মীরা। তেমাথানির সভায় শমীক বলেন, “কংগ্রেসের নেতা রাহুল গাঁধী এমন বলতেন যেন গুজরাত মোদীর হাতছাড়া হয়ে যাচ্ছে। ওখানকার পটেল পরিবার যেন মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছিল। বাংলার সংবাদমাধ্যমেও গুজরাত প্রথম পাতায় জায়গা করে নিয়েছিল। কিন্তু গুজরাতের মানুষ বুঝিয়ে দিল তারা মোদীর পক্ষে রয়েছে। হিমাচল প্রদেশেও মানুষ নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেছেন।” তাই সবংয়েও বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্যে আস্থা রাখার আহ্বান জানান তিনি।

এ দিন সবংয়ের দশগ্রামে তৃণমূলের প্রচার সভায় হাজির ছিলেন তারকা সাংসদ দেব, মন্ত্রী শুভেন্দু অধিকারী ও অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। তৃণমূল প্রার্থী গীতারানি ভুঁইয়াকে জয়ী করার আবেদন জানান দেব। আর শুভেন্দু গুজরাত নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, “হিমাচল প্রদেশে ও গুজরাতের ভোটের ফলাফলে আপনাদের বিচলিত হওয়ার কোনও কারণ নেই। দু’টি ক্ষেত্রেই বিজেপির প্রাপ্ত ভোট ও আসন কমেছে। ২০১৯ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্মনিরপেক্ষ শক্তি জয়ী হবে। গীতা ভুঁইয়াকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে বিপুল ভোটে জয়ী করতে হবে।” নিজের স্ত্রীকে জেতানোর আবেদন জানান মানস ভুঁইয়াও। তাঁর কথায়, “সারা দেশ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ ঠিক না সিপিএম-বিজেপির পথ ঠিক, সেটাই এই ভোটে পরিস্কার হবে। সবং থেকে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ ঠিক পথ।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement