অপসারিত ছাত্র নেতার সমর্থনে অনশন অব্যাহত

তমলুক কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি সৌমেন চক্রবর্তীকে পদ থেকে অপসারণের বিরুদ্ধে বুধবার থেকে শুরু হওয়া কলেজের ছাত্র সংসদের তৃণমূল সদস্যদের রিলে অনশন আন্দোলন অব্যাহত রইল বৃহস্পতিবারও। এদিনও কলেজে চত্বরে ছাত্র সংসদের অফিসের সামনে ছাত্র সংসদের সদস্য-সদস্যারা পালা করে অনশন বসেন। সৌমেনবাবুকে তাঁর পদে ফিরিয়ে আনার দাবি জানিয়ে স্লোগানও দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ১৫ মে ২০১৫ ০১:০৯
Share:

তমলুক কলেজের পড়ুয়াদের অনশন। নিজস্ব চিত্র।

তমলুক কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি সৌমেন চক্রবর্তীকে পদ থেকে অপসারণের বিরুদ্ধে বুধবার থেকে শুরু হওয়া কলেজের ছাত্র সংসদের তৃণমূল সদস্যদের রিলে অনশন আন্দোলন অব্যাহত রইল বৃহস্পতিবারও। এদিনও কলেজে চত্বরে ছাত্র সংসদের অফিসের সামনে ছাত্র সংসদের সদস্য-সদস্যারা পালা করে অনশন বসেন। সৌমেনবাবুকে তাঁর পদে ফিরিয়ে আনার দাবি জানিয়ে স্লোগানও দেন। ফলে সৌমেনবাবুকে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি পদ থেকে অপসারণ নিয়ে তৃণমূলের অন্দরে টানাপড়েন অব্যাহত রইল।

Advertisement

গত শনিবার পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দীপক দাস সংবাদমাধ্যমকে জানান, পুরভোটে দল বিরোধী কাজের জন্য তমলুক কলেজের তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সৌমেন চক্রবর্তীকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওই অপসারণের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলেজে ছাত্র সংসদে ক্ষমতাসীন তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের একাংশ কলেজ চত্বরে মিছিল করে। বুধবার তমলুক শহর তৃণমূল সভাপতি দিব্যেন্দু রায়-সহ পুরসভার অধিকাংশ কাউন্সিলরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলতে যান। সেই সময় তাঁদের সঙ্গে বচসা বাধে কলেজের তৃণমূল ছাত্র পরিষদ সদস্যরা। সৌমেনবাবুর সমর্থনে মিছিল করে ও তাঁর পদ ফিরিয়ে দেওয়ার দাবি তুলে রিলে অনশনে বসেন ছাত্ররা।

তবে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দীপক দাস এ দিন বলেন, ‘‘ দলবিরোধী কাজের অভিযোগে সৌমেনবাবুকে তাঁর পদ থেকে অপসারণ করা হয়েছে। ছাত্র সংসদে আমাদের দলের যেসব প্রতিনিধি রয়েছেন তাঁরা দলের এই সিদ্ধান্ত মেনে চলবে বলেই আমি আশা করছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement