Viswakarma Puja

দুর্যোগ সামলে উৎসবের ছন্দে শিল্পশহর

এ বছর ২৮ বছরে পড়ল ‘হলদিয়া পেট্রোকেমিক্যালস ওয়ার্কার্স অ্যাণ্ড কন্ট্রাক্টর্স’ এর বিশ্বকর্মা পুজো। নজর কাড়ছে এদের ৫৫ ফুট উচ্চতার কাচের মণ্ডপ।

Advertisement

সৌমেন মণ্ডল

হলদিয়া শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৫৫
Share:

এইচ পি এল-এর মণ্ডপ (বাঁ দিকে)। জে ভি এল ধানসিঁড়ি কারখানার মণ্ডপ। নিজস্ব চিত্র।

শিল্পশহরে বিশ্বকর্মা পুজো মানে, সবচেয়ে বড় উৎসব। কে কত ভাল পুজো করতে পারে, তার প্রতিযোগিতা। মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা, আনন্দ-বিনোদনে অলিখিত টক্কর বিভিন্ন পুজো উদ্যোক্তাদের মধ্যে।

Advertisement

মাসখানেক আগে থেকেই হলদিয়ায় শুরু হয়ে যায় বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি। গত রবিবার থেকেই আলোর রোশনাইয়ে ভরে গিয়েছে কারখানার গেট থেকে শ্রমিক মহল্লা। হলদিয়া জুড়ে প্রায় ২০০ টি পুজো হচ্ছে। তার মধ্যে অন্তত ১৫টি পুজো বিগ বাজেটের।

এ বছর ২৮ বছরে পড়ল ‘হলদিয়া পেট্রোকেমিক্যালস ওয়ার্কার্স অ্যাণ্ড কন্ট্রাক্টর্স’ এর বিশ্বকর্মা পুজো। নজর কাড়ছে এদের ৫৫ ফুট উচ্চতার কাচের মণ্ডপ। ১৮ লক্ষ টাকা পুজোর বাজেট। পুজো ঘিরে ৫ দিনের উৎসবের সূচনা হয়েছে সোমবার থেকে। দুঃস্থদের মধ্যে পোশাক, মশারি বিতরণ-ও বাসুদেবপুর গান্ধী আশ্রমের আবাসিক পড়ুয়াদের শিক্ষাসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement

হলদিয়া পেট্রোকেমিক্যালস-এর অবসরপ্রাপ্ত ৬০ জন প্রবীণ কর্মচারী এবং আশপাশের বিভিন্ন গ্রামের ৬০ জন প্রবীণ নাগরিক মিলিয়ে মোট ১২০ জনকে সংবর্ধনা দেওয়া হবে। অর্থ সাহায্য করা হবে থ্যালাসেমিয়া আক্রান্তদের। সোমবার রাতে হলদিয়া পেট্রো ক্যামিক্যালসের পুজোর উদ্বোধনে হাজির ছিলেন হলদিয়া উন্নয়ন চেয়ারম্যান জ্যোতির্ময় কর, আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেডের প্লান্ট হেড সঞ্জয় ভাটনাগার প্রমুখ।

বাইশতম বছরে পা দিয়েছে হলদিয়া ইন্দোরামা ধূনসেরি বিশ্বকর্মা পুজো কমিটি। এদের পুজোর থিম-‘সহজ পাঠ’। প্রতিমা সেজেছে মাটির ভাঁড়ে। বাজেট প্রায় ১০ লক্ষ টাকা। পুজো কমিটির সম্পাদক প্রদীপ মণ্ডল এবং সভাপতি নিখিল রঞ্জন ভুঁইয়া বলেন, ‘‘৩০০ জনকে মশারি বিতরণ করা হবে।শ্রমিক ও কর্মীদের ছেলেমেয়েদের নিয়ে আঁকা, নাচ, ক্যুইজ প্রতিযোগিতা হবে।’’ এখানে পুজোর দিন বিকেলে ভোগ দেওয়া হবে প্রায় পাঁচ হাজার দর্শনার্থীকে। সন্ধ্যায় থাকছে সঙ্গীতানুষ্ঠান।

বিগ বাজেটের পুজোর আয়োজন করেছে ট্যাংকার্স ওনার্স অ্যাসোসিয়েশন, হলদিয়া রিফাইনারি ঠিকা শ্রমিক সংগঠন-সহ আরও অনেক পুজো। এ দিন হলদিয়া টাউনশিপের ভারতীয় মজদুর সংঘের আয়োজনে বিশ্বকর্মা পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী, প্রাক্তন দিব্যেন্দু অধিকারী, ভারতীয় মজদুর সঙ্ঘের রাজ্য সভাপতি প্রদীপ কুমার বিজলী-সহ অন্য নেতৃত্ব। হলদিয়া মহকুমা পুলিশের তরফে হলদিয়া শহরে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আজ মঙ্গলবার এবং আগামী বুধবার বিকাল ৪টের পর থেকে হলদিয়া শহরের বিভিন্ন সড়কে যান নিয়ন্ত্রণ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement