উৎসব এসে গিয়েছে, উৎসাহ নেই গ্রিটিংস কার্ডে

স্মার্টফোন এখন সকলেরই হাতে হাতে। ফলে যুগের দৌড়ে আজ চিঠির মতোই পিছিয়ে পড়েছে কার্ডও। ঘাটালের কলেজ পড়ুয়া অমিত মিশ্র, সুজয় পণ্ডা, রোশনি মণ্ডলরা এখন হোয়াট্‌সঅ্যাপে নতুন বছরের শুভেচ্ছা পাঠাতেই বেশি স্বচ্ছন্দ।

Advertisement

অভিজিৎ চক্রবর্তী

ঘাটাল শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৭ ০৬:২০
Share:

পসরা: গ্রিটিংস কার্ড সাজাচ্ছেন ঘাটালের এক ব্যবসায়ী। নিজস্ব চিত্র

নতুন বছর আসছে। এসে গিয়েছে উৎসবের আমেজও। কিন্তু শুভেচ্ছাবার্তা নিয়ে হাজির হয়নি গ্রিটিংস কার্ড। নতুন প্রজন্মের ভরসা যে সোশ্যাল মিডিয়াই!

Advertisement

স্মার্টফোন এখন সকলেরই হাতে হাতে। ফলে যুগের দৌড়ে আজ চিঠির মতোই পিছিয়ে পড়েছে কার্ডও। ঘাটালের কলেজ পড়ুয়া অমিত মিশ্র, সুজয় পণ্ডা, রোশনি মণ্ডলরা এখন হোয়াট্‌সঅ্যাপে নতুন বছরের শুভেচ্ছা পাঠাতেই বেশি স্বচ্ছন্দ।

রোশনির কথায়, “অল্প সময়েই নিজের মতো করে বার্তা আর ছবি পাঠিয়ে দেওয়া যায়। কম খরচে অনেক প্রাণবন্ত এটা।” সুজয় আবার বলেন, “এখন গ্রিটিংস কেনার মতো সময় কোথায়? আর কিনতে যা খরচ, সেই টাকায় নেট রির্চাজ করিয়ে নিলেই হয়!”

Advertisement

এমনিতে প্রতি বছর এই সময়ে গ্রিটিংস কার্ডের ভাল চাহিদা থাকত ঘাটালে। শহর থেকে গ্রাম, সর্বত্রই কার্ড কিনতে জমাটি ভিড় হতো দোকানগুলিতে। কিন্তু এখন বছরের শেষের দিনগুলিতে সেই ছবি ফিকে হয়ে আসছে। দোকানগুলিতে ভিড় প্রায় নেই। ফলে মাথায় হাত ব্যবসায়ীদের। তা ছাড়া, আগের তুলনায় এখন কম দোকানেই মেলে কার্ড। এই ছবিটাও বুঝিয়ে দেয়, প্রজন্মের কাছে গ্রিটিংস কার্ডের চাহিদা কত কম। কয়েক বছর আগেও ডিসেম্বর মাস পড়তেই দোকানে ভিড় করত ছেলেমেয়েরা। নানা রকমের গ্রিটিংস কার্ডের পসরাই ছিল আকর্ষণ। দোকানিরা নিত্যনতুন ডিজাইনের কার্ড এনে রাখতেন। তবে আজ তা ফাঁকা।

তবে এখন কী করছেন এই ব্যবসায়ীরা? অনেকেই পুরনো ব্যবসা ছেড়ে উপার্জনের অন্য পথ বেছে নিয়েছেন। কেউ বেচছেন কেক, কেউ সান্তার টুপি। চন্দ্রকোনার ব্যবসায়ী তপন গোস্বামীর কথায়, “বছর কয়েক আগেও আট-দশ হাজার গ্রিটিংস কার্ড বিক্রি হতো। এখন দেড়-দু’হাজার বিক্রি করতেই হিমসিম দশা।” কার্ডের বাজার নিয়ে ঘাটাল শহরের ব্যবসায়ী স্বপন প্রামাণিক বলেন, “এখন এই প্রজন্ম গ্রিটিংস থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছে। আমাদের বাড়ির ছেলেমেয়েদের মধ্যেও গ্রিটিংস আদানপ্রদান দেখিনি।”

তাঁদের মনে এখন একটাই প্রশ্ন, গ্রিটিংস কার্ডের দিন কি তবে ফুরোল?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement