নাক-এর স্বীকৃতি

ফের ‘এ’ গ্রেড পেল গোপ কলেজ

‘ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন’ (নাক)-এর মূল্যায়নে ফের ‘এ’ গ্রেড পেল মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়। এই নিয়ে পরপর তিনবার এই স্বীকৃতি পেল গোপ কলেজ। গতবারের থেকে প্রাপ্ত পয়েন্টও এ বার বেড়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৬ ০৩:০৯
Share:

‘ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন’ (নাক)-এর মূল্যায়নে ফের ‘এ’ গ্রেড পেল মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়। এই নিয়ে পরপর তিনবার এই স্বীকৃতি পেল গোপ কলেজ। গতবারের থেকে প্রাপ্ত পয়েন্টও এ বার বেড়েছে। ৪ এর মধ্যে মেদিনীপুরের এই মহিলা কলেজ পেয়েছে ৩.১৬ পয়েন্ট। গতবার পেয়েছিল ৩.১০ পয়েন্ট। কলেজের অধ্যক্ষা জয়শ্রী লাহা বলেন, “কলেজের সামগ্রিক উন্নয়নে সব রকম চেষ্টা চলছে। অনেক কাজ হয়েছে। আরও কিছু কাজ হবে।”

Advertisement

গোপ কলেজে এ বার ছিল নাকের তৃতীয় পরিদর্শন। সেপ্টেম্বরে কলেজে এসেছিলেন নাকের পরিদর্শকরা। তিন সদস্যের দলটি বিভিন্ন বিভাগ ঘুরে দেখে দিল্লি ফিরে গিয়ে ইউজিসি-র কাছে রিপোর্ট দেয়। গোপ কলেজে প্রথম নাকের পরিদর্শন হয়েছিল ২০০৪ সালে। তখনও ‘এ’ গ্রেড মিলেছিল। পরে পয়েন্টের ভিত্তিতে গ্রেডেশন প্রথা চালু হয়। ২০১১ সালে ফের নাকের মূল্যায়নেও ‘এ’ গ্রেড পায় গোপ কলেজ। কলেজের এক শিক্ষিকার কথায়, “গতবার নাকের প্রতিনিধিরা এসে বেশ কিছু পরামর্শ দিয়ে গিয়েছিলেন। এই সময়ের মধ্যে সেই সব পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।” এ বারও নাক বেশ কিছু পরামর্শ দিয়েছে। আগামী দিনে সেই মতো পরিকাঠামো গড়ে তোলা হবে বলে কলেজ কর্তৃপক্ষ জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement