Thunderstorm And Hailstorm At Kharagpur

ঝড় ও শিলাবৃষ্টি খড়্গপুরে, থমকে গেল করমণ্ডল-সহ একাধিক ট্রেন! গাছের ডাল ভেঙে বাধা রেলপথে

কিছু ক্ষণের বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় করমণ্ডল এক্সপ্রেস-সহ বিভিন্ন লোকাল ট্রেন থমকে যায় খড়্গপুর ডিভিশনে। মঙ্গলবার রাতে ঝোড়ো হাওয়া শুরু হয় খড়্গপুর শহর-সহ বেশ কিছু জায়গায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪০
Share:
ঝড়, শিলাবৃষ্টিতে আটকে গেল ট্রেন।

ঝড়, শিলাবৃষ্টিতে আটকে গেল ট্রেন। —নিজস্ব চিত্র।

কিছু ক্ষণের বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় করমণ্ডল এক্সপ্রেস-সহ বিভিন্ন লোকাল ট্রেন থমকে গেল খড়্গপুর ডিভিশনে। মঙ্গলবার রাতে ঝোড়ো হাওয়া শুরু হয় খড়্গপুর শহর-সহ বেশ কিছু জায়গায়। কয়েকটি জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। ঝড়ের কারণে প্রচুর গাছপালা ভেঙেছে। গাছের ডাল ভেঙে রেললাইনে পড়ায় ট্রেনযাত্রা থমকে যায়। রেলকর্মীদের চেষ্টায় বেশ কিছু ক্ষণ পর খড়্গপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে করমণ্ডল এক্সপ্রেস।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত ৮টার পরে ঝড়বৃষ্টি শুরু হয় খড়্গপুর-সহ পার্শস্থ এলাকায়। কিছু ক্ষণের মধ্যে শুরু হয়শিলাবৃষ্টি। রেললাইনের উপর গাছের ডাল ভেঙে পড়ায় কিছু ক্ষণের জন্য ট্রেনের যাত্রা বন্ধ রাখা হয়। রেলের তরফে জানানো হয়েছে, খড়্গপুর এলাকায় বজ্রপাত এবং শিলাবৃষ্টির কারণে কলাইকুন্ডা, নিমপুরা, হিজলি, গোকুলপুর এলাকায় ওএইচই (ওভারহেড ইকুইপমেন্ট) ব্যর্থতার ঘটনা ঘটে। সে জন্য বেশ কিছু ট্রেন আটকে যায়। করমনণ্ডল ছাড়াও জগন্নাথ, রানি শিরোমণি এক্সপ্রেস ট্রেন আটকে যায় খড়্গপুর ডিভিশনের বিভিন্ন স্টেশনে।

তবে শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, লাইন মেরামতের পর ট্রেন চলাচল শুরু হয়েছে।

Advertisement

বস্তুত, পশ্চিমী ঝঞ্ঝার কারণে বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। যদিও আগামী পাঁচ দিনে রাজ্যের কোথাও সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement