সম্মেলনে দোলা সেন। নিজস্ব চিত্র
অল বেঙ্গল ব্যাঙ্ক মিত্র অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন হল মেদিনীপুরে। শনিবার শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে সেই সম্মেলন হয়।
সেখানে ছিলেন সাংসদ মানস ভুঁইয়া, দোলা সেন, নির্মল ঘোষ প্রমুখ। দোলা তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র রাজ্য সভানেত্রী। নির্মল আইএনটিটিইউসি’র জেলা সভাপতি। এ দিন সম্মেলনে এসে ব্যাঙ্কমিত্ররা কেন এতদিন সংগঠন গড়েননি, সেই প্রশ্ন তোলেন দোলা। তাঁকে বলতে শোনা যায়, ‘‘ব্যাঙ্কমিত্ররা ব্যাঙ্কের সঙ্গে সাধারণ মানুষের সংযোগকারীর ভূমিকা পালন করছেন। আজ ঠেকায় পড়ে আপনার তৃণমূলের কাছে এসেছেন। যদি ২০১২ কিংবা ২০১৩ সাল থেকে আপনার সংগঠন করার কথা ভাবতেন, তাহলে ঠেকায় পড়া পরিস্থিতি আপনাদের নাও হতে পারত।’’ তাঁর কথায়, ‘‘সব সময়ে ঠেকায় পড়তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়, এটা করলে কিন্তু সব সময়ে ভাল ফল হয় না।’’
এ দিন ব্যাঙ্ক মিত্রদের সতর্ক করে দেন মানস ভুঁইয়াও। তাঁর কথায়, ‘‘ব্যাঙ্কমিত্রদের মধ্যেও কেউ কেউ অসৎ রয়েছে। তারা লোককে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলে। এ রকম কাউকে সংগঠনে রাখবেন না।’’ বিজেপিকে বিঁধে মানসের কটাক্ষ, ‘‘ইন্দিরা গাঁধী ব্যাঙ্কের জাতীয়করণ করেছিলেন আর নরেন্দ্র মোদী ব্যাঙ্কের বেসরকারিকরণের জন্য পদক্ষেপ করছেন।’’