কলেজ ছাত্রীর উপর অ্যাসিড হামলার ঘটনায় এক যুবককে আটক করল পুলিশ। বুধবার রাতে হুগলি জেলার খানাকুল থানার বন্দর সংলগ্ন কাকনান গ্রামের বাড়ি থেকেই তাঁকে ধরে দাসপুর থানার পুলিশ। গত মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে কলেজ ছাত্রী ওই তরুণীর উপর অ্যাসিড হামলার ঘটনা ঘটে। ঘটনায় তরুণীর বাবা পুলিশের কাছে দেওয়া অভিযোগ পত্রে ওই যুবকের নাম উল্লেখ করেন। পুলিশ সূত্রে খবর, ধৃতকে জেরা করা হচ্ছে।
দাসপুরের বছর একুশের ওই তরুণী পূর্ব মেদিনীপুরের একটি কলেজে বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে এখন। ওই ছাত্রীর পরীক্ষাকেন্দ্র পড়েছে ঘাটালের একটি কলেজে। মঙ্গলবার সেখানেই সংস্কৃত পরীক্ষা দিতে গিয়েছিলেন তিনি। দুপুর আড়াইটে নাগাদ পরীক্ষা শেষে ঘাটাল থেকে বাসে চেপে তিনি দাসপুর ফেরেন। তারপরই ঘটে অ্যাসিড হানা। ওই তরুণী বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।
মেয়েটির পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে ওই ছাত্রী ঘাটালের একটি প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার শিখতে যেতেন। সেখানে বছর বাইশের এক যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। সেই যুবক পেশায় সোনার কারিগর। মাস ছয়েক আগে সম্পর্ক ভেঙে যায়। তারপর থেকে তরুণীকে ফোনে ছেলেটি হুমকি দিত বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, আক্রান্ত তরুণীর বাবা পুলিশকে জানান, ওই যুবকের বাড়ি ঘাটাল শহরের কুশপাতায়। যদিও সেখানে খোঁজ করে তাঁর সন্ধান মেলেনি। পরে মোবাইলের টাওয়ার লোকেশন দেখে পুলিশ জানতে পারে, হুগলির খানাকুলে ওই যুবকের বাড়ি।
পুলিশের দাবি, জেরায় ওই যুবক জানিয়েছে, ওই তরুণীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। মাস তিনেক আগে দু’জনের মধ্যে মনকষাকষি শুরু হয়। সম্পর্ক ভেঙেও যায়। ইদানীং তাঁদের মধ্যে কোনও যোগাযোগও ছিল না। তবে প্রাক্তন প্রেমিকার উপর অ্যাসিড হামলার ঘটনায় সে জড়িত নয় বলে দাবি করে ওই যুবক।