সিপিএম কর্মীকে মার, গ্রেফতারের দাবি

বামেদের ভোট দেওয়ায় মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ছিল। গত ২৮ এপ্রিল রাতে পিংলার করকাই বাজারের সেই ঘটনায় তৃণমূলের ন’জন অভিযুক্তের মধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ০৭ মে ২০১৬ ০০:২৭
Share:

বামেদের ভোট দেওয়ায় মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ছিল। গত ২৮ এপ্রিল রাতে পিংলার করকাই বাজারের সেই ঘটনায় তৃণমূলের ন’জন অভিযুক্তের মধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার হাসপাতালের বিছানায় শুয়ে বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুললেন আক্রান্ত পিংলার নাকপুরের সিপিএম কর্মী স্বপন মণ্ডল।

Advertisement

স্বপনবাবুর অভিযোগ, মারধরে মূল অভিযুক্ত যুব তৃণমূল নেতা শিবপ্রসাদ অধিকারী, কর্মী চন্দন মালাকার, উৎপল দাস-সহ সাত জন এখনও অধরা। ফলে বাড়ি ফিরলে ফের হামলার আশঙ্কা করছেন ওই সিপিএম কর্মী। আক্রান্ত স্বপনবাবু বলেন, “জোর গলায় বলেছিলাম, সিপিএমকে ভোট দিয়েছি। তাই লাঠি দিয়ে আমার হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। এটা গণতন্ত্রের লজ্জা।”

পিংলায় ভোট ছিল ১১ এপ্রিল। স্থানীয় সূত্রে খবর, ২৮ এপ্রিল রাতে করকাই বাজারে কয়েকজনের সঙ্গে ভোটের ফলাফল নিয়ে আলোচনা করছিলেন স্বপনবাবু। তখনই তিনি বলেন, তিনি বাম প্রার্থীকে ভোট দিয়েছেন। তৃণমূল সরকারের সমালোচনাও করেন। অভিযোগ, এরপরই স্বপনবাবুকে বেধড়ক মারধর করা হয়। পিংলা ব্লক হাসপাতালে নিয়ে গেলে জানা যায় তাঁর দুই হাত-পা ভেঙেছে। এরপর গত ৩০ এপ্রিল থানায় ন’জনের নামে অভিযোগ দায়ের করেন তিনি। সেই রাতেই গ্রেফতার হয় মাধব সামন্ত ও কাল্টু মিশ্র নামে দুই তৃণমূলকর্মী। গত সোমবার মেদিনীপুরে একটি নার্সিংহোমে অস্ত্রোপচারের জন্য ভর্তি হন স্বপন মণ্ডল। ঘটনার পরে সিপিএমের লোকাল কমিটির সম্পাদক তাঁর সঙ্গে দেখা করলেও উচ্চ নেতৃত্ব না আসায় কিছুটা অভিমানী স্বপনবাবু। সিপিএমের পিংলা জোনাল সম্পাদক অনন্ত ধারা বলেন, “দলের লোকেরা প্রতিনিয়ত স্বপন মণ্ডলের সঙ্গে যোগাযোগ রেখেছে। আমরা চাইছি সব অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করা হোক।” তৃণমূলের জেলা কমিটির সদস্য গৌতম জানার অবশ্য দাবি, “ব্যক্তিগত আক্রোশ থেকে স্বপন মণ্ডল আক্রান্ত হয়েছেন। এর সঙ্গে দলের সম্পর্ক নেই।” মারধরে অভিযুক্ত বাকিদের খোঁজ চলছে বলে জানিয়েছে পিংলা থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement