রাস্তার জমির মালিকানা নিয়ে বিবাদের জেরে কেন্দ্র করে সিপিএম ও তৃণমূলের সংঘর্ষে আহত হলেন উভয় পক্ষের তিন জন। সোমবার ভগবানপুর-১ ব্লকের বেউদিয়া অঞ্চলের লালপুর এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাস্তা ঘিরে সিপিএম পঞ্চায়েত সমিতির সদস্য আশরফ আলি ও ভগবানপুর-১ পঞ্চায়েত সমিতির তৃণমূলের মৎস্য কর্মাধ্যক্ষ হারুন রসিদের মধ্যে বিবাদ রয়েছে। সোমবার সকাল ১০টা নাগাদ হারুন ওই রাস্তায় মোরাম ফেলার কাজ করাতে গেলে দু’পক্ষের বচসা শুরু হয়। বচসা ক্রমে সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে তৃণমূলের শেখ মসিরুদ্দিন, মাসুদ আলি ও সিপিএমের শেখ সামাদ আলি আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জখম মসিরুদ্দিন, মাসুদ আলিকে প্রথমে ভগবানপুর গ্রামীণ হাসপাতাল ও পরে কলকাতায় পাঠানো হয়। সামাদ আলিকে প্রথমে স্থানীয় বেসরকারি নার্সিংহোম ও পরে তমলুক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
সিপিএম নেতা আশরফ আলির দাবি, ‘‘রাস্তার জমি আমাদের। জমির মালিকানার প্রয়োজনীয় কাগজপত্র আমাদের কাছে রয়েছে।’’ তাঁর অভিযোগ, ‘‘গত জানুয়ারি মাসে হারুন জোর করে রাস্তার জমি দখল করতে এসেছিল। পুলিশ এসে কাগজপত্র দেখে তৃণমূলের লোকেদের সরিয়ে দেয়। জমিন মালিকানা নিয়ে আদালতে মামলাও চলছে।’’ তৃণমূল নেতা হারুন রসিদের পাল্টা দাবি, ‘‘ওই রাস্তার জমি পূর্ত দফতরের। এই রাস্তা দিয়ে পঞ্চাশ বছর ধরে যাতায়াত করছি।’’ তাঁর আরও দাবি, ‘‘রাস্তায় মোরাম ফেলতে গেলে ওরা বোমা নিয়ে হামলা চালায়।’’
সিপিএমের ভগবানপুর জোনাল সম্পাদক সত্যরঞ্জন দাস বলেন, ‘‘ওরা দলের নেতার ব্যাক্তিগত জমি জোর করে দখল করতে চায়। হারুন রসিদ দলীয় সমর্থকদের উপর বোমা ও অস্ত্র নিয়ে হামলা চালিয়ে উত্তেজনার পরিবেশ তৈরি করতে চাইছে।’’