সবংয়ে ফের দলবদল, এ বার বিরোধীশূন্য দণ্ডরা পঞ্চায়েত

গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক স্থানীয় সিপিএম নেতাকে দলে টানল তৃণমূল। রবিবার সবংয়ের দণ্ডরা গ্রাম পঞ্চায়েতের নাসরা শিশু শিক্ষাকেন্দ্রের ময়দানে তৃণমূলের সভায় দলবদল করেন কানাইশোলের সিপিএম পঞ্চায়েত সদস্য অনন্ত সিংহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৬ ০০:৫৮
Share:

গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক স্থানীয় সিপিএম নেতাকে দলে টানল তৃণমূল। রবিবার সবংয়ের দণ্ডরা গ্রাম পঞ্চায়েতের নাসরা শিশু শিক্ষাকেন্দ্রের ময়দানে তৃণমূলের সভায় দলবদল করেন কানাইশোলের সিপিএম পঞ্চায়েত সদস্য অনন্ত সিংহ। ওই বুথের বেশ কয়েকজন সিপিএম কর্মীও তৃণমূলে যোগ দেন। ওই সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি নির্মল ঘোষ, জেলা নেতা অমূল্য মাইতি। গত পঞ্চায়েত নির্বাচনে দণ্ডরা পঞ্চায়েত সিপিএম দখল করেছিল। তবে পরে গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক অনন্তবাবু বাদে বাকি সব সদস্যই কংগ্রেসে যোগ দেন। গত অগস্টে আবার ১৬ জন গ্রাম পঞ্চায়েত সদস্যের ১৫ জন তৃণমূলে যোগ দেন। বাদ ছিলেন শুধু অনন্তবাবু। এ দিন তিনিও দলবদল করায় দণ্ডরা পঞ্চায়েত বিরোধী শূন্য হল।

Advertisement

জেলা তৃণমূল নেতা অমূল্য মাইতি বলেন, “তৃণমূলের সরকারের উন্নয়নের জোয়ার দেখেই অনন্ত সিংহ সিপিএম ছেড়ে আমাদের দলে এসেছেন।” যদিও অনন্তবাবুর ব্যাখ্যা, “আমি একা সিপিএমে থাকায় এলাকার উন্নয়ন হচ্ছিল না। মানুষের প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল। তাই এলাকার উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগ দিলাম।”

এ দিকে, নতুন ও পুরনো তৃণমূল কর্মীদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে। সম্প্রতি গাছ কাটাকে কেন্দ্র করে সবংয়ের বলপাই পঞ্চায়েত এলাকায় এমন সংঘাত হয়। বলপাই পঞ্চায়েত আগে কংগ্রেসের দখলে ছিল। সম্প্রতি সব পঞ্চায়েত সদস্যই তৃণমূলে যোগ দিয়েছেন। তারপরই নতুন-পুরনো কর্মীদের মধ্যে বিরোধ বেড়েছে। সমস্যা মেটাতে আজ, সোমবার মেদিনীপুরে দু’পক্ষকেই ডেকে পাঠিয়েছেন তৃণমূল জেলা নেতৃত্ব। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি বলেন, “সাংগঠনিক পর্যায়ে আলোচনা করে নতুন ও পুরনো কর্মীদের বিবাদ মিটিয়ে দেওয়া হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement