West Bengal Panchayat Election 2023

হেরে গেলেন সিপিএম প্রার্থী ভাই, তৃণমূল প্রার্থী দাদা ভোটে জিতে চোখে জল নিয়ে ধরলেন জড়িয়ে

মঙ্গলবার ঘাটাল মহকুমার দাসপুর-১ ব্লকের ১ নম্বর গ্রাম পঞ্চায়েত রসুলপুর বুথে ঘটেছে এই ঘটনা। ওই বুথে জিতেছেন তৃণমূলের প্রার্থী খোকন খান। তাঁর ভাইকে সিপিএম প্রার্থী শাহরুখকে হারিয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ১৭:৫৬
Share:

ভাই শাহরুখ এবং দাদা খোকন। নিজস্ব চিত্র।

লড়ালড়়ির পরে গলাগলি। পঞ্চায়েত ভোটে বিজয়ী তৃণমূল এবং বিজিত সিপিএম প্রতিদ্বন্দ্বীর। ঘটনাচক্রে, যাঁরা আপন সহোদর।

Advertisement

রাজনৈতিক মতাদর্শ আলাদা বহু বছর থেকেই। পঞ্চায়েত ভোটে একই আসনে প্রার্থী হয়েছিলেন দুই ভাই। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে সেই ‘পারিবারিক প্রতিদ্বন্দ্বিতায়’ সিপিএম প্রার্থী ভাইকে হারিয়ে জিতলেন তৃণমূল প্রার্থী দাদা।

আর তার পরেই ভোটকেন্দ্রে ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন হাপুস নয়নে! মঙ্গলবার ঘাটাল মহকুমার দাসপুর-১ ব্লকের ১ নম্বর গ্রাম পঞ্চায়েত রসুলপুর বুথে ঘটেছে এই ঘটনা। । যদিও এ কান্না জয়ের ‘আনন্দাশ্রু’ বলে পরে দাবি করেছেন দাদা।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, রসুলপুরের ওই বুথে জিতেছেন তৃণমূলের প্রার্থী খোকন খান। খোকনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাঁরই ভাই, সিপিএম প্রার্থী শাহরুখ খান। সিপিএম প্রার্থী ভাইকে হারিয়ে, জেতার পরেই দাদা খোকন ভোট গণনাকেন্দ্রের ভিতরে কেঁদে ফেলেন ভাইকে জড়িয়ে ধরে। খোকন পরে অবশ্য বলেন, ‘‘জয়ের আনন্দেই কেঁদে ফেলেছিলাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement