পশ্চিম মেদিনীপুরে এ বার বড়সড় বিপর্যয়ের মুখে পড়েছে সিপিএম। জেলায় খাতা খুলতেই পারেনি তারা। কেন এই রক্তক্ষরণ? উত্তর খোঁজার চেষ্টা করছে সিপিএম। বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরে সিপিএমের জেলা কমিটির প্রথম বৈঠক হল রবিবার, শহরের কৃষক ভবনে। বস্তুত, জেলায় দলের ফল যে এমন হতে পারে, তার কোনও ইঙ্গিত ছিল না নেতাদের কাছে।
জেলা সিপিএম নেতৃত্বও মানছেন, এই পরিস্থিতি থেকে খুব কম সময়ে বেরনো সম্ভব নয়। তবু ফলাফলের প্রাথমিক পর্যালোচনা করে ঘুরে দাঁড়ানোর পথ খোঁজার কাজ শুরু করতে চাইছেন তাঁরা। সব আসনের চুলচেরা বিশ্লেষণ হবে। অঞ্চল ভিত্তিক হিসেব-নিকেশ হবে। ২০১৪ সালের লোকসভা ভোটের সঙ্গে ২০১৬ সালের বিধানসভা ভোটের তুলনা করা হবে।
সিপিএমের জেলা সম্পাদক তরুণ রায় বলেন, “কেন খারাপ ফল হল তা দেখা হচ্ছে। আমরা মানুষের কাছে যাবো। মানুষের সঙ্গে কথা বলব। বুথ ধরে ধরে পর্যালোচনা হবে।’’