প্রতীকী ছবি।
সামনেই পুরভোট এবং বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকায় নতুন নাম তোলা ও সংশোধনীর কাজ পুরোপুরি থমকে গিয়েছে লকডাউন পরিস্থিতিতে। নতুন ভোটার কার্ডের আবেদন-সহ পুরনো কার্ডের সংশোধনী যাবতীয় কাজে অফলাইন পরিষেবা বন্ধ। এমনকী অনলাইন পরিষেবাতেও কাজ হচ্ছে না বলে অভিযোগ। মহকুমার নির্বাচনী দফতরে ঘুরে রোজ ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
রাজ্যের প্রায় সব কয়টি পুরসভার নির্বাচনী মেয়াদ উত্তীর্ণ হয়েছে। পুরভোটের প্রস্তুতি পর্বে দেশ জুড়ে মহামারি পরিস্থিতিতে আপাতত থমকে পুরনির্বাচন। মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলিতে প্রশাসক নিয়োগ করেছে রাজ্য সরকার। সামনের বছর রাজ্যে বিধানসভা ভোট। করোনা পরিস্থিতিতেও বিভিন্ন রাজনৈতিক দল ভোটের প্রস্তুতি নিচ্ছে। তবে ভোটার তালিকায় নতুন নাম তোলা কিংবা সংশোধনীর মতো প্রক্রিয়া নিয়ে কোনও তৎপরতা নেই নির্বাচন দফতরে। অনলাইন ও অফলাইনের চক্বরে পড়ে রোজ মহকুমার নির্বাচনী দফতরে ঘুরে ভোগান্তির শিকার হতে হচ্ছে মানুষকে। লকডাউন পরিস্থিতিতে গত মার্চ থেকে টানা চার মাস এগরা মহকুমা নির্বাচনী দফতরে অফলাইন পরিষেবা বন্ধ। শুধু অনলাইনে কিছু পরিষেবা চালু রয়েছে। এগরা মহকুমায় তিনটি থানা, একটি পুরসভা এবং পাঁচটি ব্লক রয়েছে। প্রতিদিন নির্বাচনী দফতরে নতুন ভোটার তালিকায় নাম তোলা সহ পুরনো কার্ডে সংশোধন-সহ নানা সমস্যা নিয়ে লোকজন আসছে। কিন্তু করোনা সংক্রমণের কারণে সরকারি নির্দেশে অফলাইনে কোনও আবেদন ফর্ম দেওয়া কিংবা জমা নেওয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ। অফিসের সামনে সেই মর্মে বিজ্ঞপ্তিও টাঙানো রয়েছে। ফলে দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষকে হয়রান হয়ে ফিরতে হচ্ছে। কখনও তাঁদের বলা হচ্ছে অনলাইনে আবেদন জমা নেওয়া হচ্ছে। অথচ অনলাইনে গিয়ে তাঁরা আবেদন করতে পারছেন না। এই অবস্থায় অবিলম্বে জরুরি ভিত্তিতে ভোটার তালিকার কাজ শুরু করার দাবি তুলেছেন সাধারণ মানুষ।
পটাশপুরের যুবক কল্যাণ জানা বলেন, ‘‘আমার ভোটার কার্ড হারিয়ে গিয়েছে। জরুরি প্রয়োজনে মহকুমা নির্বাচনী দফতরে গিয়ে জানলাম অফলাইনে কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। অফিস থেকে বলা হয় অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। কিন্তু অনলাইনেও আবেদন করা যাচ্ছে না। অথচ ভোটের কার্ড খুব জরুরি। এখন কী হবে বুঝতে পারছি না।’’
মহকুমা শাসক অপ্রতীম ঘোষ বলেন, ‘‘ সরকারি নির্দেশে অফলাইনে ভোটার তালিকার কাজ বন্ধ রয়েছে। তবে অনলাইনে ভোটার তালিকা সংক্রান্ত সমস্ত কাজের আবেদন জমা নেওয়া প্রক্রিয়া চালু রয়েছে।’’