দিলীপের পাশে দিবাকর, ছবিতে নয়া বিতর্ক

কিছুদিন আগেই দিবাকরের বিপুল সম্পত্তিবৃদ্ধি তাঁর বিরুদ্ধে দলের জেলা সভাপতি শিশির অধিকারীর কাছে চিঠি দিয়ে নালিশ জানিয়ে পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের পদ ছাড়ার কথা জানিয়েছিলেন তৃণমূল নেতা জয়দেব বর্মন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ২০ জুলাই ২০১৯ ০৩:২৪
Share:

বাঁদিকের এই ছবি দিয়েই কারসাজির অভিযোগ দিবাকরের। নিজস্ব চিত্র

পূর্ব মেদিনীপুরে ছবি বিতর্ক পিছু ছাড়ছে না তৃণমূলের।

Advertisement

কিছুদিন আগে জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান ও শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি বামদেব গুছাইতের সঙ্গে এক বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় বিতর্ক তৈরি হয়েছিল। শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি দিবাকর জানার ছবি ঘিরে ফের বিতর্ক তৈরি হল। যদিও ওই ছবি নকল বলে দাবি করেন দিবাকর। এমনকী তা বোঝাতে নিজের আসল ছবি সোশ্যাল মিডিয়ায় দেন তিনি।

কিছুদিন আগে জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান ও শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি বামদেব গুছাইতের সঙ্গে এক ফ্রেমে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র হাসিমুখের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় বিতর্ক হয়। এমনকী তাঁরা বিজেপি যোগ দিচ্ছেন কি না সেই জল্পনাও তৈরি হয়। যদিও সিরাজ ও বামদেব দু’জনেই সেই জল্পনায় ঢালেন। দাবি করেন, মেচেদা বাজারে একটি হোটেলে এসেছিলেন কৈলাস। সেখানে ওই ছবি সৌজন্যেরই ফসল।

Advertisement

এ দিন দিলীপ ঘোষের সঙ্গে দিবাকরের যে ছবি-সহ পোস্টার নিয়ে বিতর্ক, তাতে দেখা যাচ্ছে বিজেপি রাজ্য সভাপতির সামনে নমস্কারের ভঙ্গিতে দিবাকর। আর একটি ছবিতে দিবাকর ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন দিলীপবাবুকে। কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন মেচেদার খাঞ্জাদাপুর গ্রামে এ দিন সকাল থেকেই এমন ছবি-সহ পোস্টার পড়ে বলে স্থানীয়দের দাবি। ‘তমলুক বিজেপি’ নাম দিয়ে ওই পোস্টারে অভিযোগ করা হয়েছে, ‘শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী দিবাকর জানা (লালু) বিজেপিতে যোগ দেওয়ার জন্য তলে তলে বিজেপির রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ রেখেছেন’।

প্রসঙ্গত, কিছুদিন আগেই দিবাকরের বিপুল সম্পত্তিবৃদ্ধি তাঁর বিরুদ্ধে দলের জেলা সভাপতি শিশির অধিকারীর কাছে চিঠি দিয়ে নালিশ জানিয়ে পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের পদ ছাড়ার কথা জানিয়েছিলেন তৃণমূল নেতা জয়দেব বর্মন। নোনাকুড়ি বাজারে সমবায় সমিতির জমিতে অবৈধ বাড়ি নির্মাণ নিয়েও দিবাকরের বিরুদ্ধে সমবায় মন্ত্রীর কাছে অভিযোগ করেন জয়দেব। তা নিয়ে সমবায় দফতর তদন্ত শুরু করেছে। এ ছাড়া চাকরির প্রতিশ্রুতি দিয়ে ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ তুলে দিবাকরের বিরুদ্ধে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন মেচেদা বাজারে পোস্টার পড়ে।

দিবাকর অবশ্য ওই ছবি ও পোস্টার নিয়ে দাবি করেন, ‘‘এটা সম্পূর্ণ একটা নকল ছবি। এডিটিং করে এক ফ্রেমে দিলীপ ঘোষের সঙ্গে তাঁর ছবি জুড়ে দেওয়া হয়েছে।’’ তাঁর অভিযোগ, ‘‘রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে বিজেপি। দলের যে সব নেতাকে বহিষ্কার করা হয়েছে, তাঁদের নিয়েই বিজেপির লোকজন এটা করেছে। বিজেপির একজনের ফেসবুকের মাধ্যমে এই ছবি দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে নানা চক্রান্ত হচ্ছে। সুকৌশলে বিজেপিতে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে।’’

তবে ওই ছবি ও পোস্টার নিয়ে আপত্তি রয়েছে বিজেপিতেও। ঘটনার পর দিবাকরের বিজেপিতে যোগদানের ‘চেষ্টা’ নিয়ে দলের মধ্যেই আপত্তি উঠেছে।

বিজেপির তমলুক জেলা সভাপতি নবারুণ নায়েকেরও দাবি, ‘‘পোস্টারে দিলীপবাবুর সঙ্গে দিবাকরের ওই ছবি ফোটোশপ করে তৈরি করা। দিবাকরের মতো দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতার বিজেপিতে যোগদানের কোনও সুযোগ নেই। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এমন পোস্টার পড়েছে।’’ তিনি বলেন, ‘‘দিলীপবাবুর সঙ্গে এধরনের ছবি দেওয়ার ঘটনায় জড়িতেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে অভিযোগ জানাব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement