জঙ্গলমহলে চাক্কা জ্যামে ভোগান্তি সাধারণ মানুষের

কুর্মিদের ঘোষিত কর্মসূচি মেনে বৃহস্পতিবার জঙ্গলমহল এলাকায় সকাল থেকে শুরু হয় হুড়কা জ্যাম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ ১৬:২০
Share:

চাকা জ্যাম। নিজস্ব চিত্র।

কুর্মিদের ঘোষিত কর্মসূচি মেনে বৃহস্পতিবার জঙ্গলমহল এলাকায় সকাল থেকে শুরু হয় হুড়কা জ্যাম। এই কর্মসূচির ফলে অবরুদ্ধ হয়ে পড়ে জঙ্গলমহলের বিভিন্ন এলাকা। কুর্মি সমন্বয় মঞ্চের উদ্যোগে মোট ২৬ দফা দাবিকে সামনে রেখে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া মেদিনীপুর— এই ৪ জেলায় বন্‌ধ ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে ঝাড়গ্রাম জেলার নানাপ্রান্তে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। কোথাও আবার বাজার, দোকানপাটও বন্ধ রাখা হয়। এর জেরে ঝাড়গ্রাম জেলার সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার সকালেই কুর্মি সমন্বয় মঞ্চের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার কলেজ মোড়ে পথ অবরোধ করা হয়। সকাল আটটা নাগাদ মানিকপাড়া বিবেকানন্দ মোড় এবং সকাল ন’টা নাগাদ গুপ্তমনিতে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। এর ফলে ওই রাস্তায় সারিবদ্ধ ভাবে গাড়ি দাঁড়িয়ে যায়। অবরুদ্ধ হয়ে যায় গোটা ৬ নম্বর জাতীয় সড়ক। শুধু রাস্তাঘাট অবরোধ নয় ঝাড়গ্রাম জেলার সবজি বাজার এবং মানিকপাড়া রামকৃষ্ণ বাজারও বন্ধ রাখা হয়। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী, পিরাকাটা, গোয়ালতোড় এলাকায় বন্‌ধের কিছুটা প্রভাব পড়েছে।

কুর্মি সমন্বয় মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দাবিগুলো পূরণ না হওয়ার জন্য তাঁরা রাস্তায় নেমেছেন এবং হুড়কা জ্যাম কর্মসূচি নিয়েছেন। তাঁদের এই কর্মসূচির জন্য সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে বলে ক্ষমাও চেয়েছেন। পুলিশ চেষ্টা করছে আলোচনার মধ্যে দিয়ে বন্‌ধ তোলার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement