প্রচারে রঙিন চাচা

রেলশহরের চাচা-র প্রচারে উচ্ছ্বাস ধরা পড়বেই। আত্মবিশ্বাসী ছিলই কংগ্রেস। বৃহস্পতিবার জ্ঞানসিংহ সোহনপালের প্রচারে দক্ষিণী অভিনেত্রীর রোড-শো ঘিরে উচ্ছ্বাসে ভাসল মিশ্রভাষি খড়্গপুর। এ দিন দুপুরে বিএনআর গার্ডেন থেকে রোড-শো শুরু হয়। সাউথসাইড, ভাণ্ডারিচক, রামমন্দির এলাকা ঘুরে তা শেষ হয় ওল্ড সেটলমেন্ট পোস্টঅফিসের কাছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৬ ০১:৪৪
Share:

প্রচারে খোশ মেজাজে দুই চাচা ও নাগমা। ছবি: কিংশুক আইচ।

রেলশহরের চাচা-র প্রচারে উচ্ছ্বাস ধরা পড়বেই। আত্মবিশ্বাসী ছিলই কংগ্রেস। বৃহস্পতিবার জ্ঞানসিংহ সোহনপালের প্রচারে দক্ষিণী অভিনেত্রীর রোড-শো ঘিরে উচ্ছ্বাসে ভাসল মিশ্রভাষি খড়্গপুর। এ দিন দুপুরে বিএনআর গার্ডেন থেকে রোড-শো শুরু হয়। সাউথসাইড, ভাণ্ডারিচক, রামমন্দির এলাকা ঘুরে তা শেষ হয় ওল্ড সেটলমেন্ট পোস্টঅফিসের কাছে।

Advertisement

বামেদের লাল আর কংগ্রসের তেরঙ্গা পতাকা মাঝখানেই দেখা গিয়েছে জাতীয় মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা তথা প্রাক্তন বলিউড নায়িকা নাগমাকে। অন্যান্য জায়গার মতো এখানেও কংগ্রেসের তুলনায় বাম কর্মীদের সংখ্যা ছিল বেশি। হুডখোলা গাড়ির সামনে পদযাত্রায় অবশ্য পা মিলিয়েছেন পুরসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রবিশঙ্কর পাণ্ডে, সিপিআই জেলা সহ-সম্পাদক বিপ্লব ভট্টরা। এ দিনই সন্ধ্যায় তালবাগিচা, ছোটট্যাংরা ও পাঁচবেড়িয়ায় তিনটি পৃথক পথসভার আয়োজন করে ছিল কংগ্রেস। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement