CBI

TMC: ভোট পরবর্তী হিংসার অভিযোগে ঝাড়গ্রামের ৩ তৃণমূল নেতার বিরুদ্ধে হুলিয়া সিবিআইয়ের

তদন্ত ভার নেওয়ার পর, আদালতের নির্দেশে ঝাড়গ্রাম জেলে গিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এর পর তিন জনের বিরুদ্ধে হুলিয়া জারি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম ও মেদিনীপুর শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৪৩
Share:

তিন তৃণমূল নেতার বিরুদ্ধে হুলিয়া জারি সিবিআইয়ের। —ফাইল চিত্র।

ভোট পরবর্তী হিংসার অভিযোগে এক পঞ্চায়েত প্রধান-সহ তিন তৃণমূল নেতার বিরুদ্ধে হুলিয়া জারি করল সিবিআই। পাশাপাশি, অভিযুক্তদের সন্ধান দিলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে।
গত ৫ মে ঝাড়গ্রামের জামবনির বাসিন্দা কিশোর মান্ডি নামে এক বিজেপি নেতাকে খুনের অভিযোগ ওঠে। মৃতের পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ ছয় জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। ওই ঘটনায় প্রাথমিক ভাবে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। যদিও ওই ঘটনায় পলাতক জামবনির দুবরা পঞ্চায়েতের প্রধান দেবেন সরেন, রাজকিশোর মাহাতো এবং হরেকৃষ্ণ মাহাতো নামে অন্য দুই তৃণমূল নেতা।

Advertisement

তদন্তভার নেওয়ার পর, আদালতের নির্দেশে ঝাড়গ্রাম জেলে গিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এর পর তিন জনের বিরুদ্ধে হুলিয়া জারি করে তদন্তকারী ওই সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement