অরবিন্দ স্টেডিয়ামে টি-২০’এর মহারণ। —নিজস্ব চিত্র।
মেদিনীপুরে শুরু হল সিএবি-র আন্তঃজেলা টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা। সোমবার প্রথম ম্যাচে মুখোমুখি হয় কোচবিহার ও নদিয়া। জয়ী হয় কোচবিহার।
দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি-র তিন কর্তা বিশ্বনাথ সামন্ত, অমিয়কুমার আঢ্য ও সুশান্ত বন্দ্যোপাধ্যায়। বিশ্বনাথবাবু সিএবি-র সহ- সম্পাদক, অমিয়বাবু সহ-সভাপতি। সবমিলিয়ে ১৮টি জেলার দল এই প্রতিযোগিতায় যোগ দেবে। খেলা হবে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর স্টেডিয়াম ও ঝাড়গ্রাম স্টেডিয়ামে।
দু’টি সেমিফাইনাল ও ফাইনাল হবে মেদিনীপুরেই। এই তিনটি ম্যাচ ফ্লাডলাইটে খেলা হবে। সোমবার প্রথমে ব্যাট করতে নামে কোচবিহার। ২০ ওভারে ২২২ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৯১ রান করতে পারে নদিয়ার দল। ৩১ রানে ম্যাচ জেতে কোচবিহার।