গোদাপিয়াশালে লাগানো হয়েছে এমনই পোস্টার। নিজস্ব চিত্র
এক বিজেপি কর্মীকে প্রাণনাশের হুমকি দিয়ে পোস্টার পড়ল শালবনির গোদাপিয়াশালে। রবিবার রাতে এই পোস্টার দেখা যায়। গ্রামের একাধিক জায়গায় এই পোস্টার দেওয়া হয়।
পোস্টারে লেখা রয়েছে, ‘রামশঙ্কর সাহু তোমার মুন্ডু চাই, গ্রামবাসীবৃন্দ।’ সাদা কাগজে লালকালিতে লেখা হয়েছে পোস্টারগুলো। রামশঙ্কর বিজেপির কর্মী। বিজেপির দাবি, এ সব তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাজ। শালবনির কর্ণগড় অঞ্চলের গোদাপিয়াশালে পঞ্চায়েত নির্বাচনের সময়ও তৃণমূল- বিজেপির চাপানউতোর হয়েছে। অভিযোগ, পাল্টা অভিযোগে এলাকা সরগরম হয়েছে। বিজেপির জেলা সাধারণ সম্পাদক শুভজিৎ রায় বলেন, “রামশঙ্কর সাহু দলের সক্রিয় কর্মী। ওই এলাকায় কাজ করেন। প্রাণনাশের হুমকি দিয়ে এই পোস্টার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই দিয়েছে। এমন কাজ তৃণমূলের লোকেরাই করতে পারে। বিষয়টি পুলিশকে জানিয়েছি।” অভিযোগ মানতে নারাজ তৃণমূল। তৃণমূলের শালবনি ব্লক সভাপতি নেপাল সিংহ বলেন, “এ রকম কোনও পোস্টার পড়েছে বলে জানা নেই। খোঁজ নিচ্ছি।” শাসকদলের এক নেতার কথায়, “স্থানীয় কোনও বিবাদ থেকে এমন পোস্টার পড়ে থাকতে পারে। কেউ বা কারা হয়তো দিয়েছে। তবে এতে দলের কেউ যুক্ত নয়। দল এমন কাজ সমর্থনও করে না।” স্থানীয় সূত্রে খবর, এলাকার বিভিন্ন জায়গায় এই পোস্টার দেখা যায়। পুলিশ জানিয়েছে, তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।